বুধবার, ২০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

প্রথম দিনই মাশরাফি তামিম মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

সব সন্দেহের অবসান। প্লেয়ার্স ড্রাফটে দল বদল হওয়ার পরও ক্লাবগুলো সন্দিহান ছিল মাঠে গড়ানো নিয়ে। গতকাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সভা শেষে মাঠে না গড়ানো যে সন্দেহ তৈরি হয়েছিল, সেটা ভেসে গেছে বুড়িগঙ্গার জলে। ২২ এপ্রিল, শুক্রবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট প্রিমিয়ার ক্রিকেট লিগ। উদ্বোধনী তিনটি খেলা অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গত আসরের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। বিকেএসপি-৩ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ ক্রিকেট কোচিং ক্লাব (সিসিএস) এবং নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে আবাহনী মুখোমুখি কলাবাগান ক্রীড়া চক্রের। অর্থাৎ উদ্বোধনী দিনেই মাশরাফি ও তামিম মুখোমুখি হচ্ছেন। বর্ষা মৌসুমে খেলা হবে বলে এবার রিজার্ভ ডে থাকছে প্রিমিয়ার ক্রিকেটে। সিসিডিএমের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় রিজার্ভ ডে রাখার। তবে রিজার্ভ ডে-তে নতুন করে ম্যাচ অনুষ্ঠিত হবে না। বৃষ্টিতে খেলা যেখানে বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে। কিছুদিন আগে সিসিডিএম চেয়ারম্যান স্পষ্ট করে জানিয়েছিলেন, গুরুত্ব বিবেচনা করে প্রিমিয়ার ক্রিকেটের বেশ কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। কিন্তু গতকালের সিসিডিএমের সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গতকালের সভায় ১২ ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতিতে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় চাকিং। টি-২০ বিশ্বকাপে আরাফাত সানি ও তাসকিন আহমেদ অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন। এরপরই নড়েচড়ে বসে বিসিবি। রিভাইস কমিটি গঠন করতে যাচ্ছে। প্রিমিয়ার ক্রিকেটে নজর রাখার ব্যবস্থাও করছে। কিন্তু গতকাল ক্লাবগুলোকে কোনো তালিকা দেয়নি, যাদের বিপক্ষে চাকিংয়ের অভিযোগ রয়েছে। ফলে এবারও দেখা যাবে, ক্লাবগুলো তাদের প্রয়োজনে এবং স্বার্থ উদ্ধারে চাকার বোলারদের দিয়ে বোলিং করাবে।

সর্বশেষ খবর