বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সেমিতে ওঠা নিয়ে আবাহনীর শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

সেমিতে ওঠা নিয়ে আবাহনীর শঙ্কা

স্বাধীনতা কাপ ফুটবলে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জের বল দখলের লড়াই —বাংলাদেশ প্রতিদিন

চার ম্যাচে তিন ড্র। এতেই স্পষ্ট হয়ে উঠছে ঢাকা আবাহনী আবাহনীরূপে খেলতে পারছে না। অথচ দলবদলের সময় আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু জোর গলায় বলেছিলেন, লক্ষ্য তাদের মৌসুমে প্রতিটি ট্রফি জেতা। এখন শিরোপা তো দূরের কথা কেএফসি স্বাধীনতা কাপ ফুটবলে আবাহনী সেমিফাইনাল খেলতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা জেগে উঠছে। আগের ম্যাচে আরামবাগ, কাল আবাহনী ড্র করে রহমতগঞ্জের সঙ্গে। ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি। দ্বিতীয় ম্যাচে টিম বিজেএমসিকে হারালেও মৌসুমের শুরুটা হয়েছিল ফেনী সকারের সঙ্গে ড্র করে। এর ফলে গ্রুপে চার ম্যাচে আবাহনীর পয়েন্ট দাঁড়াল ৬। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলে বিজেএমসির সংগ্রহ ৭। শেখ রাসেল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই শেষ চারে জায়গা করে নিয়েছে। চার ম্যাচে দেশ পরিচিত দলটির সংগ্রহ ১০। শনিবার আবাহনীর সঙ্গেই তাদের গ্রুপের শেষ খেলা। এ খেলায় শেখ রাসেল জিতে গেলেই আবাহনীর আর শেষ চারে যাওয়া হবে না। গতবারের চেয়ে আবাহনী এবার শক্তিশালী দল গড়েছে। তার পরও চোখে পড়ার মতো নৈপুণ্য প্রদর্শন করতে পারছে না। নতুন কোচ দ্রাগো মামিচ কালকের ম্যাচ দিয়ে আবাহনীর দায়িত্ব শুরু করলেন। কিন্তু তার অভিষেকটা সুখকর হলো না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত আবাহনী। জুয়েল রানার বাড়ানো বলে নর্দান আয়ারল্যান্ডের মিডফিল্ডার রিকেটারের ভলি পোস্টে লেগে প্রতিহত হয়। তবে ৭ মিনিটেই এগিয়ে যায় আকাশি-নীলরা। কামারা সারবার বাড়ানো বলে বক্সে জটলার মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে মাপা শটে গোল করেন রোহান। পিছিয়ে পড়া রহমতগঞ্জ সমতায় ফেরে ৩৯ মিনিটে। ফয়সাল আহমেদের ক্রস থেকে হেডে শাকিলকে পরাস্ত করেন সিও জুনাপিও। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল আবাহনী। কিন্তু রহমতগঞ্জের গোলরক্ষক আলাউদ্দিনের দৃঢ়তায় জালে বল জড়াচ্ছিল না। ৬৮ মিনিটে সানডে ফাঁকা নেট পেয়েও গোল করতে পারেননি। ৭০ মিনিটে পিছিয়ে পড়ে ফেবারিটরা। ফয়সাল আহমেদের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত গোল করেন নুরুল আবসার। শেষ দিকে জীবনকে মাঠে নামান কোচ দ্রাগো। তিনি মাঠে নামার পরই আবাহনীর আক্রমণ বেড়ে যায়। ৮৩ মিনিটে সানডে দুর্দান্ত শট নিলেও গোলরক্ষক ফিরিয়ে দেন। ফিরতি শটেই জালে বল পাঠিয়ে আবাহনীর পরাজয় রক্ষা করেন সেনেগালের ফরোয়ার্ড কামারা সারবা।

সর্বশেষ খবর