বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ইউরোপিয়ান লিগে সম্ভাব্য চ্যাম্পিয়নরা

ক্রীড়া ডেস্ক

ইউরোপিয়ান লিগে সম্ভাব্য চ্যাম্পিয়নরা

মৌসুম শেষ হওয়ার আগেই পিএসজিকে লিগ শিরোপা উপহার দিয়েছেন ডি মারিয়ারা

ইউরোপিয়ান ফুটবল লিগগুলো মৌসুমের শেষ ধাপে এসে গেছে। আরও একবার শিরোপা উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলগুলো। ইউরোপের সেরা পাঁচটা লিগে এরই মধ্যে বেশ কয়েকটা দল শিরোপা নিশ্চিত করেছে। অনেকে আবার প্রতিপক্ষদের হারিয়ে শিরোপা জয়ের আশায় রয়েছে। স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা ওয়ান আর ইতালিয়ান সিরি এ লিগে এবার কঠিন লড়াই হচ্ছে। অবশ্য ইউরোপের অন্যতম লিগ ফ্রেঞ্চ লিগ ওয়ানে এরই মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্যারিস সেইন্ট জার্মেইন। ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট সংগ্রহ করেছেন ইব্রাহিমোভিচরা। দ্বিতীয় স্থানে থাকা মোনাকো সমান ম্যাচে ৫৮ পয়েন্ট সংগ্রহ করেছে। পিএসজি শিরোপা নিশ্চিত করলেও বাকি চারটা লিগে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে সম্ভাব্য চ্যাম্পিয়নদের।

স্প্যানিশ লা লিগায় বহুদিন পর শিরোপার জন্য কঠিন ত্রিমুখী লড়াই হচ্ছে। বার্সেলোনা, অ্যাটলেটিকো আর রিয়াল মাদ্রিদ, কেউই কাউকে ছাড় দিচ্ছে না এমনকি মৌসুমের শেষ ধাপে এসেও। ৩৩ ম্যাচ খেলে বার্সেলোনা ও অ্যাটলেটিকো সংগ্রহ করেছে ৭৬ পয়েন্ট করে। সমান ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল মাদ্রিদ। গত রাতে তিন দলেরই ম্যাচ ছিল। এর মধ্যে কোনো দল হেরে থাকলে লাভ হবে বাকি দুই দলেরই। হাতে থাকা পাঁচ ম্যাচের মধ্যে কোনো দল একটা ম্যাচে হারলেই শিরোপার রেস ছেড়ে দিতে হবে। অথচ এক মাস আগেও ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনার জন্য লা লিগার শিরোপা অনেকেই নিশ্চিত ধরে নিয়েছিল। তবে কাতালানদের টানা পরাজয় অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ এনে দিয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত লিস্টার সিটি আধিপত্য ধরে রেখেছে। ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। তবে সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম তাদের জন্য হুমকি হয়ে আছে। বিশেষ করে সামনে বেশ কয়েকটা কঠিন ম্যাচ রয়েছে লিস্টারের। এর মধ্যে কোনো ম্যাচে পরাজিত হলে টটেনহ্যামের সামনে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সুযোগ এসে যাবে। ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য লিস্টার আর টনেনহ্যাম ছাড়া কোনো দল শিরোপার রেসে নেই। জার্মান বুন্দেসলিগায় আর মাত্র চারটা করে ম্যাচ বাকি দলগুলোর। পেপ গার্ডিওলার বায়ার্ন মিউনিখ ৩০ ম্যাচে ৭৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ৭১ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে বুরুসিয়া ডর্টমুন্ড। গার্ডিওলার শিষ্যদের বুন্দেসলিগা অনেকটাই নিশ্চিত। তবে আরও অন্তত দুই ম্যাচ জিততে হবে বায়ার্ন মিউনিখকে। ইতালিয়ান সিরি এ লিগে আরও একবার শিরোপা জয়ের পথেই ছুটছে জুভেন্টাস। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট সংগ্রহ করেছে ওল্ড লেডিরা। ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে নেপোলি। হাতে থাকা ম্যাচগুলোর মধ্যে ইতালিয়ান সিরি এ লিগে খুব বড় ধরনের পরিবর্তনের কোনো সম্ভাবনা আপাতত চোখে পড়ছে না। টানা পঞ্চমবারের মতো ইতালিয়ান সিরি এ লিগ জয় করতে চলেছে জুভেন্টাস!

সর্বশেষ খবর