বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আবারও ফাইনালে পিএসজি

ক্রীড়া ডেস্ক

আবারও ফাইনালে পিএসজি

ফ্রেঞ্চ কাপে আরও একবার ফাইনাল নিশ্চিত করল প্যারিস সেইন্ট জার্মেইন। মঙ্গলবার গভীর রাতে সেমিফাইনালে লরিয়েন্টকে ১-০ গোলে হারিয়েছেন ইব্রাহিমোভিচরা। দলের পক্ষে একমাত্র গোলটা করেছেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। লরিয়েন্টের মাঠে ফেবারিটের তকমা নিয়েই খেলতে নামে পিএসজি। কিন্তু প্রথমার্ধ গোলশূন্য থাকে তারা। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে পিএসজি ভক্তদের অপেক্ষার অবসান ঘটে। মিডফিল্ড থেকে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষের গোলমুখের দিকে ছুটেন ইব্রাহিমোভিচ। তার দুরন্ত গতি রুখতে পারেনি প্রতিপক্ষের ডিফেন্স লাইন। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে লরিয়েন্ট গোলরক্ষককে পরাস্ত করেন ৩৪ বছর বয়সী এ সুইডিশ স্ট্রাইকার। ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। আট ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছেন ইব্রাহিমোভিচরা। এবার ‘ডাবল’ জয়ের হাতছানি। ফ্রেঞ্চ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সোচাক্স বা অলিম্পিক মার্শেই। ফ্রেঞ্চ কাপের ফাইনাল ২১ মে অনুষ্ঠিত হবে। এদিকে, ফ্রেঞ্চ কাপের ফাইনালের আগে আরেকটি শিরোপা জিততে পারেন ইব্রাহিমোভিচ-ডি মারিয়ারা। দুই দিন পরই ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে লিলির মুখোমুখি হচ্ছে পিএসজি। সেন্ট ডেনিসে অনুষ্ঠেয় এ ফাইনাল জিতলেও লিগ কাপে হ্যাটট্রিক শিরোপা জেতা হবে তাদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর