বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ কাদেরের

ক্রীড়া প্রতিবেদক

সব প্রার্থী চূড়ান্ত। এখন শুধু অপেক্ষা ৩০ এপ্রিল। এদিনই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। আগেও হয়েছে, কিন্তু এবার উত্তেজনা ও উৎসবটা বেশিই চোখে পড়ছে। প্রার্থীরা প্রচার অভিযানেও নেমে গেছেন। ভোটারদের কাছে টানতে নানা রকম কৌশল বেছে নিচ্ছে দুই প্যানেলই। আপ্যায়ন করা হচ্ছে নামি-দামি হোটেলে। কাউন্সিলরশিপ নিয়ে কোনো আপত্তিও আসেনি। নির্বাচন কমিশন আশা করছে শান্তিপূর্ণভাবেই ভোটাররা তাদের প্রার্থী বেছে নিতে পারবেন। কিছুদিন আগে কাদা ছোড়াছুড়ি হলেও এখন আবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। যতই বিরোধ থাকুক একে অপরের মধ্যে, দেখা হলেই জড়িয়ে ধরে কুশল বিনিময় করছেন। গতকাল আবার কিছুটা উত্তপ্ত হয়ে উঠল মনজুর কাদেরের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা। অভিযোগ তুললেন বিরোধী সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেলের বিপক্ষে। গুলশানস্থ কাদেরের অফিসে সংবাদ সম্মেলন করে নির্বাচনী বিধিভঙের অভিযোগ আনলেন। কাদের বলেন, বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের সুদৃশ্য ভবন থাকার পরও নির্বাচনের ভেন্যু ঠিক করা হয়েছে র‌্যাডিসন হোটেলে। এ নিয়ে আমাদের আপত্তিও ছিল না। কিন্তু আমরা জানতে পেরেছি ৮০ জন কাউন্সিলরের জন্য রুম তারা বুকিং করে রেখেছে। ভোটের আগের দিন এরা হোটেলে উঠবে। এই খরচ নাকি আবার বাফুফে ফান্ড থেকে দেওয়া হচ্ছে। তাদের উদ্দেশ্যটা কি পরিষ্কার। এই ঘটনা নিয়ে তারা নির্বাচন বয়কটের ঘোষণা দেয়নি। কাদেরদের বক্তব্য এখানে নির্বাচনী বিধিভঙ করা হচ্ছে। বাফুফের পয়সায় বাছাই করে ৮০ জনের নামে তারা রুম বরাদ্দ রাখে কীভাবে। নিশ্চয় ভোট পেতে এই পথটি বেছে নিয়েছে। নির্বাচন কমিশনারের কাছে বিষয়টি বাঁচাও ফুটবল ফোরাম লিখিত অভিযোগ জানাবে। স্বচ্ছ ও সুষুম নির্বাচনে তারা জাতীয় ক্রীড়া পরিষদ বা বাফুফে ভবনে ভোটের ব্যবস্থা করতে অনুরোধ জানাবে।

সর্বশেষ খবর