রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

লিস্টারের ভাবনায় শুধুই জয়

ক্রীড়া ডেস্ক

লিস্টারের ভাবনায় শুধুই জয়

লিস্টারশায়ারের শহর লিস্টার ইয়র্ক বংশীয় রাজা তৃতীয় রিচার্ডের জন্য বিখ্যাত হয়ে আছে। এখানেই শুয়ে আছেন ইতিহাসখ্যাত এ রাজা। লিস্টারের নাকি এছাড়া তেমন কোনো গুণ নেই। এখানকার মানুষের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য দূর দুরান্তে ছুটে বেড়ায়। স্বপ্ন ছুতে এখানে কেউ ছুটে আসে না। এমনকি ফুটবলও এখানে ঠিকভাবে বেড়ে উঠতে পারেনি। ইংলিশ দ্বিতীয় বিভাগ ফুটবলের দল হিসেবেই এতদিন পরিচিত ছিল লিস্টার সিটি। অথচ এই দলটাই কী দুরন্ত ফুটবল খেলল চলতি মৌসুমে। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, আর্সেনালের মতো দলগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছে তারা ইংলিশ প্রিমিয়ার লিগের গৌরবজনক শিরোপার দিকে। কারও নিষেধই মানতে রাজি নয় তারা! লিস্টার সিটির ইতিহাসে আরও একটা সোনালি অধ্যায় যোগ করছেন জেমি ভার্ডিরা। এরই মধ্যে শিরোপা জয়ের মঞ্চ প্রস্তুত করে নিয়েছে তারা। ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট সংগ্রহ করে অনেকটা এগিয়ে আছেন রেসের ময়দানে। টটেনহ্যাম ৫ পয়েন্টে পিছিয়ে অবস্থান করছে দুই নম্বরে। আজ আরও একবার শিরোপা রেসে এগিয়ে যেতে মাঠে নামছে লিস্টার সিটি। প্রতিপক্ষ সোয়ানসে সিটি। শক্তির বিচারে এক সময় হয়তো লিস্টার আর সোয়ানসেকে একই সারিতে বিবেচনায় আনা হতো। বর্তমান বদলে দিয়েছে অতীতের সবকিছুই। ইংলিশ লিগের ফেবারিটরা যেখানে দিব্যি হেরে যাচ্ছে সেখানে সোয়ানসের মতো দলকে এতটা বিবেচনায় আনার প্রয়োজন কী! তারপরও লিস্টার সিটি আজ কোনো ভুল করতে রাজি নয়।

সর্বশেষ খবর