বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

টটেনহ্যামের ড্র

ক্রীড়া ডেস্ক

টটেনহ্যামের ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির সঙ্গে পাল্লা দিয়ে মৌসুম জুড়েই চলেছে টটেনহ্যাম। তবে সোমবারের ড্র তাদেরকে শিরোপা রেস থেকে অনেকটা দূরেই নিক্ষেপ করল। ৩৫ ম্যাচ শেষ হওয়ার পর ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে লিস্টার সিটি। টটেনহ্যাম সোমবার ১-১ গোলে ড্র করেছে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে। লিস্টার সিটি ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। ম্যানচেস্টার সিটি ৬৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিন নম্বরে। অবশ্য আর্সেনালেরও রয়েছে ৬৪ পয়েন্ট। সোমবার টটেনহ্যামের ড্রতে লাভ হলো লিস্টার সিটির। আর মাত্র একটা ম্যাচ জিতলেই তারা ইংলিশ লিগের শিরোপা নিশ্চিত করে নিবে। সেক্ষেত্রে ১০ পয়েন্টে এগিয়ে যাবে লিস্টার। অবশ্য আর একটা ম্যাচ জেতা সহজ হবে না তাদের জন্য। প্রতিপক্ষ হিসেবে সামনেই অপেক্ষায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড, এভারটন এবং চেলসি। টটেনহ্যামের সামনে আছে চেলসি, নিউক্যাসল এবং সাউদ্যাম্পটন। তুলনামূলক সহজ প্রতিপক্ষ টটেনহ্যামেরই। অবশ্য লিস্টার সিটিকে ছাড়িয়ে ইংলিশ লিগ জিততে হলে টটেনহ্যামের সামনে শর্ত হলো সবগুলো ম্যাচ জিততে হবে। আর লিস্টারের সবগুলো ম্যাচ হারতে হবে। কিন্তু মৌসুমের এ অবস্থানে এসে লিস্টার সিটিকে হারানো এমনকি ম্যানইউ আর চেলসির মতো দলের জন্যও সহজ হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর