শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ক্ষমা চাইলেন শাহাদাত

ক্রীড়া প্রতিবেদক

ক্ষমা চাইলেন শাহাদাত

মিডিয়ার মুখোমুখি ক্রিকেটার শাহাদাত

দেশ ও জাতির কাছে ক্ষমা চাইলেন ক্রিকেটার শাহদাত হোসেন রাজীব। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান ক্রিকেট একাডেমির মধ্যকার ম্যাচ চলাকালীন নিজের কৃতকর্মের জন্য ভুল স্বীকার করেন তিনি। তবে গৃহপরিচারিকা নির্যাতনের যে অভিযোগ তার বিরুদ্ধে তা পুরোপুরি স্বীকার করেননি। শাহদাতের দাবি, তাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে। তবে একজন ক্রিকেটার হিসেবে ১১ বছরের শিশু গৃহপরিচারিকার সঙ্গে খারাপ আচরণ করায় তিনি অনুতপ্ত।

শাহদাত হোসেন বলেন, ‘আমি আমার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত। পুরো দেশ ও জাতির কাছে ক্ষমা চাচ্ছি।  বিসিবির প্রেসিডেন্টসহ বোর্ড কর্মকর্তা ও আমার সহখেলোয়াড়দের কাছে ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুল করেছি।’

শিশু গৃহপরিচারিকা নির্যাতনের মামলায় দুই মাস আট দিন কারাবাস করার পর গত ১২ ডিসেম্বর জামিনে মুক্তি পেয়েছেন। তার স্ত্রী নৃত্য শাহদাতও কারাবাস করেছেন। ক্রিকেট থেকে শাহদাত এখন নির্বাসিত। আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন শাহদাত। তবে আবার ক্রিকেটে ফেরার আকুতি জানিয়েছেন।

 বিসিবির সহায়তায় পুনর্বাসনও শুরু করে দিয়েছেন। তৈরি হচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে খেলার জন্য। কিন্তু তার মাথার ওপর ঝুলছে বিসিবির দেওয়া নিষেধাজ্ঞা। জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগ খেলার জন্য বিসিবির কাছে অনুমতিও চেয়েছেন। কিন্তু আদালতের নির্দেশনা পরিষ্কার নয়। তাই তাকে খেলার অনুমতি দেয়নি বিসিবি। তবে শাহদাত জানিয়েছেন, শিশু গৃহপরিচারিকার পরিবারের সঙ্গে তার সমঝোতা হয়েছে। আদালতের নির্দেশনাও তার পক্ষেই রয়েছে। তবে এখনো মামলাটি ফয়সালা না হলেও শাহদাত নাকি জীবিকা নির্বাহ করতে পারেন এমন কাজ তিনি করতে পারবেন। তাই প্রিমিয়ার লিগ খেলার আকুতি জানিয়ে শাহদাত বলেন, ‘ক্রিকেটই আমার ধ্যান-জ্ঞান, পেশা। আমি বিশ্বাস করি দেশকে, দেশের ক্রিকেটকে আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর সহায়তা চাই। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ফিরতে চাই। ক্রিকেটের স্বার্থে, জীবিকা নির্বাহের তাগিদে দ্রুতই ক্রিকেটে ফিরতে চাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর