শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

চ্যাম্পিয়ন লিস্টারের প্রথম ম্যাচ

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩২ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লিস্টার সিটি। লিস্টারে এখনো আনন্দ মিছিলে ব্যস্ত ভক্তরা। এই আনন্দ-উৎসবের মধ্যেই আজ আবার মাঠে নামছেন জেমি ভার্ডি-রিয়াদ মাহরিজরা। কেবল লিস্টার সিটির জন্যই নয়, আজ ইংলিশ প্রিমিয়ার লিগের জন্যই এক নতুন দিন। বেশির ভাগ দলই আজ মাঠে নামছে এক নতুন ইতিহাসের সাক্ষী হয়ে। এভারটনের মাঠেই চ্যাম্পিয়ন লিস্টার সিটি উদযাপন করতে যাচ্ছে। ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট সংগ্রহ করেছে লিস্টার সিটি। টটেনহ্যাম ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে। বাকি থাকা দুই ম্যাচে টটেনহ্যাম কোনোভাবেই লিস্টারকে ছাড়িয়ে যেতে পারবে না। এখনো আনুষ্ঠানিকভাবে লিস্টারের হাতে চ্যাম্পিয়নের ট্রফি ওঠেনি। তবে দিন কয়েকের মধ্যেই এই আনুষ্ঠানিকতা পূরণ হবে। ১৫ মে লিস্টার সিটি মৌসুমের শেষ ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে চেলসির। সেই ম্যাচে জয়-পরাজয় যাই হোক না কেন, ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ লিস্টার সিটির হাতে তুলে দেবে লিগ শিরোপা।

সর্বশেষ খবর