শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

শিরোপা লড়াইয়ে দুই আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতা কাপের ফাইনাল দিয়ে বাংলাদেশের ফুটবলে শুরু হয়ে গেল ‘ডার্বি লড়াই’। ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী ও বন্দরনগরী চট্টগ্রামের চট্টগ্রাম আবাহনী। আবাহনী নামছে ২০১১ সালে পর শিরোপা জিততে। চট্টগ্রাম আবাহনী নামছে ঘরোয়া ফুটবলে প্রথম কোনো টুর্নামেন্ট জিততে। ফাইনালে উঠতে ঢাকার আবাশী হলদু শিবির ৬-০ গোলে বিধ্বস্ত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। বিপরীতে বন্দরনগরীর দলটি টাইব্রেকারে হারায় শেখ রাসেলকে। ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর ফাইনালে উঠার পরিসংখ্যান—

 

ঢাকা আবাহনী

সেমিফাইনাল

৬-০ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)

গ্রুপ পর্ব

৫-০ (টিম বিজেএমসি)

১-০ (শেখ রাসেল)

১-১ ফেনী সকার

০-০ (আরামবাগ)

২-২ রহমতগঞ্জ

 

চট্টগ্রাম আবাহনী

সেমিফাইনাল

১-১ (৪-২) (শেখ রাসেল)

গ্রুপ পর্ব

২-০ (মুক্তিযোদ্ধা)

২-০ (উত্তর বারিধারা)

৩-০ (ব্রাদার্স ইউনিয়ন)

১-১ (শেখ জামাল ধানমন্ডি)

১-৫ (ঢাকা মোহামেডান)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর