সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

অপ্রতিরোধ্য মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

অপ্রতিরোধ্য মুস্তাফিজ

ব্যাটসম্যানদের ব্যাটিংকে দুর্বিষহ করে তুলছেন মুস্তাফিজুর রহমান। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ তার ‘রহস্যময়’ বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন আইপিএলে। বাঁ-হাতি বোলারের বিধ্বংসী বোলিংয়ে জিতেই চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮৫ রানের পর্বতসমান ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে। তবে এটা সাময়িক। দিনের অপর খেলায় কলকাতা নাইট রাইডার্স কিংবা গুজরাট লায়ন্সের যে দলই জয় পাবে, তারা উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।

১৬ এপ্রিল আইপিএলে অভিষেক মুস্তাফিজের। এরপর প্রতিটি ম্যাচেই উইকেটে নিয়েছেন তিনি। শুধু উইকেটশূন্য ছিলেন রাইজিং পুনে সুপার জায়ান্টসদের বিপক্ষে। আর চমকে দিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে অবিশ্বাস্য বোলিং করে। ওই ম্যাচে মুস্তাফিজের বোলিং স্পেল ছিল ৪-২-৯-২। এবারের আসরে এখন পর্যন্ত সেরা বোলিং স্পেল এটা। কাল মুম্বাইয়ের বিপক্ষে বোলিংয়ে আসেন ১০ম ওভারে। বোলিংয়ের প্রথম বলেই উইকেট নেন মুস্তাফিজ। আউট করেন পান্ডেকে। প্রথম ওভারে রান দেন ৪। দ্বিতীয় উইকেট পান দ্বিতীয় ওভারের প্রথম বলে। এবারও রান দেন ৪। তবে তৃতীয় ওভারে ছিলেন একটু খরুচে। প্রথম বলে বাউন্ডারি ছাড়াও ওয়াইড করেন দুটি। ৮ রান দিলেও উইকেট নেন একটি। ৩ ওভারে মুস্তাফিজ ৩ উইকেট নেন ১৬ রানের খরচে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর