সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

লিস্টারের শিরোপা উৎসব

রাশেদুর রহমান

লিস্টারের শিরোপা উৎসব

এভারটনকে ৩-১ গোলে হারানোর আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়েছিল লিস্টার সিটির। তারপরও শিরোপার উৎসবটা জেমি ভার্ডিরা জয় দিয়েই করলেন। ইংলিশ স্ট্রাইকার ভার্ডি একাই করলেন দুই গোল। বাকিটা করলেন কিং। তবে ম্যাচের ফলাফলের চেয়েও ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল শিরোপা উৎসব দেখতে। প্রিমিয়ার লিগের ট্রফি হাতে নিয়ে পাগল-প্রায় হয়ে গেল ভক্তরা। একে একে সবার হাতে উঠল ট্রফি। জেমি ভার্ডি থেকে শুরু করে দলের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সদস্যও বাদ থাকলেন না। এমনকি স্টাফরাও নেচেগেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে শামিল হলেন। লিস্টার সিটির ভক্তরা যেন প্রতিটা ক্ষণেই অংশ নিল ফুটবলারদের সঙ্গে। আর ইতালি থেকে ছুটে এলেন বিখ্যাত সংগীতশিল্পী আন্দ্রে বোচেল্লি। তিনি ‘নিসান ডরমা’ এবং ‘টাইম টু সে গুডবাই’ গাইলেন মধুর কণ্ঠে। কয়েক সপ্তাহ আগেই নাকি বোচেল্লি কথা দিয়েছিলেন রেনেরিকে, লিস্টার সিটি চ্যাম্পিয়ন হলে তিনি ভক্তদের জন্য গাইবেন। রেনেরি বলছেন, ‘মাস্টার বোচেল্লির গানগুলো ছিল সত্যিই অসাধারণ।’ আর চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ভাষা হারালেন ইতালিয়ান কোচ ক্লাউডিও রেনেরি। কেবল জানালেন, ক্লাবের থাই চেয়ারম্যানের ছোট্ট একটা পার্টি আছে, ওটা শেষ করেই তিনি তিন ঘণ্টার একটা ঘুম দিতে যাবে। এরপর ঘুম ভাঙলেই চেলসি ম্যাচের জন্য প্রস্তুতি নিবে তার দল! আগামী রবিবারই মৌসুমের শেষ ম্যাচ খেলতে স্ট্যামফোর্ড ব্রিজ যাচ্ছে চ্যাম্পিয়ন লিস্টার সিটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর