সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

শাস্তি মওকুফের আবেদন মামুনুল-সোহেলের

ক্রীড়া প্রতিবেদক

শাস্তি মওকুফের আবেদন মামুনুল-সোহেলের

জাতীয় দলে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে চার ফুটবলারকে বিভিন্ন মেয়াদে শুধুমাত্র জাতীয় দল থেকে নিষিদ্ধ করা হয়। অধিনায়ক মানুনুল ইসলাম, জাহিদ হাসান এক বছর। অন্যদিকে ইয়াসিন ও সোহেল রানাকে ৬ মাস নিষিদ্ধ করা হয়। শেখ মো. আসলামের নেতৃত্বাধীন তদন্ত কমিটির সুপারিশক্রমে বাফুফে এ সিদ্ধান্ত নেয়। ফুটবলে শাস্তি নতুন কোনো ঘটনা নয়। কিন্তু এবারের মতো আলোড়ন হয়নি। শাস্তি প্রসঙ্গে তদন্ত কমিটি মিডিয়ার সামনে একেক সময় একেক তথ্য উপস্থাপন করে। যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। বাফুফে থেকে বলা হয়েছিল, কোনো অবস্থায় চার ফুটবলারের শাস্তি মওকুফ করা হবে না। কিন্তু নির্বাচনের পর ফেডারেশনে সুর বদলে গেছে। বলা হয়েছে, ফুটবলাররা দুঃখ প্রকাশ করে শাস্তি কমানোর আবেদন করলে বাফুফে তা বিবেচনা করবে।

গতকাল শাস্তি মওকুফের জন্য বাফুফের কাছে আবেদন করেছেন মামুনুল ইসলাম। একই সঙ্গে সোহেল রানাও আবেদন করেছেন। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, হ্যাঁ, দুজনের চিঠি আমরা পেয়েছি। এখন তাদের শাস্তি মওকুফ হবে কিনা তা নির্ভর করছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের ওপর।

সর্বশেষ খবর