সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

জ্বলে উঠল সাকিবের ব্যাট

ক্রীড়া প্রতিবেদক

জ্বলে উঠল সাকিবের ব্যাট

রান পাচ্ছিলেন না। পাচ্ছিলেন না উইকেটও। ফলে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে বেশ কয়েকটি ম্যাচও খেলতে পারেননি সাকিব আল হাসান। মানসিক চাপে পড়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যর্থতার খোলস ভাঙতে ভারত থেকে উড়ে আসেন ঢাকায়। দেখা করেন কোচ সালাউদ্দিনের সঙ্গে। দুই দিন নিবিড় অনুশীলন করেন সবার চোখকে ফাঁকি দিয়ে। নিয়ে যান টিপস। প্রিয় কোচের টিপস নিয়ে গিয়েই বাজিমাত করেন সাকিব। আইপিএলের এবারের আসরে প্রথম হাফ সেঞ্চুরি করেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৪৯ বলের বিধ্বংসী ব্যাটিং করে অপরাজিত থাকেন ৬৬ রানে। তাতে ছক্কা ছিল ৪টি। তার ও ইউসুফ পাঠানের জোড়া হাফ সেঞ্চুরিতে কলকাতার সংগ্রহ ২০ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান। গুজরাট ১২ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। ১১ ম্যাচে গুজরাটের পয়েন্ট ১৪। দুইয়ে হায়দরাবাদ ও তিনে অবস্থান করছে কলকাতা কলকাতা।

গতকালের ম্যাচের আগে কলকাতার পক্ষে সাকিব ম্যাচ খেলেছেন ৫টি। একটি মাত্র ম্যাচে রান করেছেন দুই অঙ্কের। ব্যাটিং করেছেন তিনটিতে। সর্বোচ্চ ১১ রান করেন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। গুজরাট লায়ন্সের বিপক্ষে প্রথম মুখোমুখিতে রান করেছিলেন মাত্র ৩। তবে ১৪ রানের খরচে উইকেট নিয়েছিলেন ১টি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে প্রথম ম্যাচে ১১ রান করলেও ছিলেন উইকেটশূন্য। পাঞ্জাবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বল হাতে ১৮ রান দিলেও উইকেট পাননি। সব মিলিয়ে গতকাল রান করেন এবং উইকেটও নেন। ৩ ওভারে ৩৮ রানের খরচে উইকেট নেন ১টি। আসরে তার উইকেট সংখ্যা ৩টি এবং মোট রান ৮৬।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর