বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

মাহমুদুল্লাহ ও মার্শালের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

মাহমুদুল্লাহ ও মার্শালের সেঞ্চুরি

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন শেখ জামালের মাহমুদুল্লাহ রিয়াদ —বাংলাদেশ প্রতিদিন

প্রাইম দোলেশ্বরকে টপকে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল মোহামেডান। গতকাল খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী দল মোহামেডান। মাহমুদুল্লাহ রিয়াদ ও মার্শাল আইয়ুবের জোড়া সেঞ্চুরিতে শেখ জামাল ধানমন্ডি ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফি মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্রকে ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ।

গতকাল মোহামেডানের স্পিনেই দিশেহারা হয়ে গিয়েছিল কলাবাগান ক্রিকেট একাডেমি। তিন স্পিনার নাঈম ইসলাম, নাঈম জুনিয়র ও এনামুল হক জুনিয়র মিলে নিয়েছেন আট উইকেট। মোহামেডানের ঘূর্ণিতে নাকাল কলাবাগান ক্রিকেট একাডেমি অলআউট হয়ে গেছে ২৩১ রানেই। সর্বোচ্চ ৯৬ রান এসেছে জতিনের ব্যাট থেকে। হাফ সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজও। কাঁটায় কাঁটায় ৫০ রান করার পরই তিনি আউট হয়ে যান। এনামুল জুনিয়র তিন উইকেট এবং দুটি করে উইকেট নিয়েছেন দুই নাঈম।

২৩২ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে মোহামেডান ২০ ওভারে এক উইকেট হারিয়ে ৯৭ রান করার পরও বৃষ্টি বাধা খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর মোহামেডানের লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২০৭ রান। ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুশফিকুর রহিমের দল। সর্বোচ্চ ৯০ রান আসে লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গার ব্যাট থেকে। ওপেনার ইজাজ আহমেদ করেছেন ৬০ রান। এই জয়ে ৫ ম্যাচে দোলেশ্বরের সমান ৮ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে উঠে গেছে মোহামেডান।

মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে অলোক কাপালির গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম ব্যাট করে কলাবাগান ২২৩ রানেই অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৪৭ রান আসে তাসামুলের ব্যাট থেকে। এছাড়া হ্যামিল্টন মাসাকাদজা করেন ৪০ রান। কাপালি ৩৬ রানে নিয়েছেন তিন উইকেট। জয়ের সহজ টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনার এনামুল হক বিজয় ও শামসুর রহমান উদ্বোধনী জুটিতে করেন ১৫৫ রান। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা বিজয় ৭০ রান করার পর পানিশূন্যতার কারণে ‘রিটায়ার্ড’ হয়ে ড্রেসিং রুমে চলে যান। শামসুর রহমান করেন ৭৫ রান। উদ্বোধনী জুটির পর জয়ের বন্দরে পৌঁছাতে কষ্ট হয়নি গাজী গ্রুপের।

বিকেএসপি-তে মাহমুদুল্লাহ রিয়াদ ও মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে সিসিএসের বিরুদ্ধে ২৯০ রান করেন শেখ জামাল ধানমন্ডি। রিয়াদ ১৩৯ বলে করেছেন ১৩০ রান। পাঁচটি বিশাল ছক্কার সঙ্গে আটটি বাউন্ডারি রয়েছে তার ইনিংসে। মার্শাল ১১৫ বলে করেছেন ১০৩ রান। ২৯১ রানের টার্গেটে খেলতে নেমে ২০০ রানেই অলআউট হয়ে যায় সিসিএস। ৯০ রানে জিতে যায় শেখ জামাল।

সর্বশেষ খবর