বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ ০০:০০ টা

মুস্তাফিজদের প্রতিপক্ষ দিল্লি

ক্রীড়া ডেস্ক

এবারের আইপিএলের মুস্তাফিজুর রহমানকে নিয়ে যতটা আলোচনা হচ্ছে, অন্য কোনো ক্রিকেটারকে নিয়ে কি ততটা আলোচনা হয়েছে? মোটেও না। প্রতিনিয়ত বিশ্বের তারকা ক্রিকেটাররা মুস্তাফিজের প্রশংসা করে চলেছেন। কাটার মাস্টার নিজেও প্রতিটি ম্যাচেই ক্যারিশমা দেখিয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। সব শেষ ম্যাচে অবশ্য কোনো উইকেট পাননি। কিন্তু রান দেওয়ার ক্ষেত্রে ঠিকই কৃপণতা দেখিয়েছেন। চার ওভার বোলিং করে মাত্র ২৬ রান দিয়েছেন। তাই সান রাইজার্স হায়দরাবাদও প্রতিপক্ষ রাইজিং পুনে সুপারজায়ান্টকে মাত্র ১৩৭ রানের টার্গেট দিয়ে জয় তুলে নিয়েছে। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মুস্তাফিজের হায়দরাবাদ। ১০ ম্যাচের মধ্যে ৭টি জয় সানরাইজার্সের। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান পয়েন্ট গুজরাট লায়ন্সেরও। কিন্তু তারা সানরাইজার্সের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। পয়েন্ট সমান হলেও নেট রানরেটে এগিয়ে মুস্তাফিজের দল। আজ মুস্তাফিজরা মুখোমুখি হবে দিল্লির বিপক্ষে।

সর্বশেষ খবর