বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

জিতলেই শীর্ষে ভিক্টোরিয়া

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে আজ জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে ভিক্টোরিয়া। সপ্তম রাউন্ডের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভিক্টোরিয়ার মুখোমুখি হবে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস)। লিগে আজ আরও দুটি ম্যাচ রয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মাশরাফি মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামাল ধানমন্ডি খেলবে গাজী গ্রুপের বিরুদ্ধে।

ছয় ম্যাচের মধ্যে ভিক্টোরিয়া চার জয় ও একটি করে ম্যাচে টাই ও হেরেছে। ৯ পয়েন্ট নিয়ে তারা তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। শীর্ষে থাকা মোহামেডান ও দ্বিতীয় স্থানে থাকা প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ১০। তবে উভয় দলই ভিক্টোরিয়ার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। আজ জয় পেলে ভিক্টোরিয়ার পয়েন্ট হবে ১১। তাছাড়া প্রতিপক্ষও লিগের সবচেয়ে দুর্বল সিসিএস। এখন পর্যন্ত কোনো পয়েন্টই পায়নি রাজিন সালেহর দলটি। তাই ভিক্টোরিয়ার শীর্ষে উঠাটা যেন অনেকটা সময়ের ব্যাপার মাত্র। তারপরেও অনিশ্চয়তার ক্রিকেটে কখন কি ঘটে যায়! ক্রিকেটামোদীদের দৃষ্টি থাকবে বিকেএসপির দিকে। কেননা আগের ম্যাচে মাশরাফির দুর্দান্ত এক সেঞ্চুরিতে দারুণ এক জয় পেয়েছিল কলাবাগান। সেঞ্চুরি করেছিলেন ব্রাদার্সের তারকা ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসও। তাই দুই তারকার লড়াইটা আজ জমে উঠতে পারে। গাজী গ্রুপের সামনেও রয়েছে শীর্ষে ওঠার হাতছানি। যদি আজ তারা শেখ জামালকে হারিয়ে দেয়, অন্য দিকে ভিক্টোরিয়া সিসিএসের কাছে হেরে গেলে তারা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে। ভিক্টোরিয়া জয় পেলেও গাজী গ্রুপের সামনে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ রয়েছে। কেননা আজ তারা শেখ জামালকে হারাতে পারলে পয়েন্ট হবে ১০, মোহামেডান ও দোলেশ্বরের পয়েন্ট ১০ হলেও গাজী গ্রুপের নেট রানরেট অনেক বেশি।

সর্বশেষ খবর