বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

ব্ল্যাটারের পথে ইনফ্যান্টিনো!

ক্রীড়া ডেস্ক

ব্ল্যাটারের পথে ইনফ্যান্টিনো!

ফিফার নতুন সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের পথেই হাঁটছেন। ফিফার অডিট চিফ ডমিনিকো স্কালা পদত্যাগ করার পর এমন অভিযোগ তুলেছেন ফিফার পুনর্গঠনে আইনি সহায়তাদানকারী সুইস প্রফেসর মার্ক পিথ। তিনি বলেন, ‘ইনফ্যান্টিনো তার পুনর্গঠনকারীর মুখোশ খুলে তার আসল চেহারা দেখাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে তিনি ব্ল্যাটারের চেয়েও খারাপ পথে হাঁটছেন।’ ইনফ্যান্টিনোর মধ্যে নাকি ব্ল্যাটারের মতোই প্রচণ্ডরকমের একগুঁয়েমি আছে। সুইস আইনবিদ আরও বলেন, ‘ইনফ্যান্টিনো ফিফা নিজের পুরো নিয়ন্ত্রণে রেখে স্বৈরাচারের মতোই শাসন করতে চান।’ এ কারণেই ফিফার স্বাধীন অডিট কমিটির চিফ পদত্যাগ করেছেন বলে অভিযোগ করেছেন মার্ক পিথ। সেপ ব্ল্যাটারের ফিফা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে শেষ পর্যন্ত ব্ল্যাটারকেই সরে যেতে হলো। এমনকি এখন তিনি ফুটবলে নিষিদ্ধও! জিয়ানি ইনফ্যান্টি ফিফা সভাপতি নির্বাচনে ব্ল্যাটারের সাজানো সংসারকে ঢেলে সাজানোর অঙ্গীকারনামা দিয়েছিলেন। ভোটাররা এ কারণেই তাকে নির্বাচিত করেছেন। কিন্তু এবার জিয়ানি ইনফ্যান্টিনোর বিপক্ষেও সেই একই অভিযোগ উঠল। দেখা যাক, ফিফার বর্তমান সভাপতি কতদিন টিকে থাকতে পারেন!

সর্বশেষ খবর