বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

ফ্রি স্মার্টফোন পাচ্ছেন বিসিবির কর্মকর্তারা

ক্রীড়া প্রতিবেদক

রবি আজিয়াটার কাছ থেকে ফ্রি স্মার্ট ফোনসহ টক টাইম, ডাটা ও ভ্যাস (বিএএস) সম্বলিত বিশেষ বান্ডেল অফার পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও কর্মকর্তারা। জাতীয় দলের ক্রিকেটারদেরও স্মার্ট ফোন দেবে টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানটি। রবির সঙ্গে বিসিবির তিন বছর মেয়াদি এমন একটি চুক্তি হয়েছে।  এছাড়াও চুক্তির শর্ত অনুযায়ী আগামী তিন বছর বিসিবির সঙ্গে যৌথভাবে দেশব্যাপী ট্যালেন্ট হান্ট কার্যক্রম পরিচালনা করবে রবি। বন্ধ হয়ে যাওয়া ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট পুনরায় চালু হচ্ছে। আগামী তিন বছর ক্রিকেটের পুরস্কার প্রদান অনুষ্ঠানগুলোতে পৃষ্ঠপোষকতা করবে রবি। বিসিবির কর্মকর্তা কিংবা খেলোয়াড়দের ফ্রি স্মার্টফোন ও টকটাইম দিয়ে ক্রিকেটের কী উন্নতি হবে? এমন প্রশ্নের জবাবে বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনাম বলেন, ‘নরম্যাল ফোনের চেয়ে স্মার্ট ফোনে ইনফরমেশন অনেক বেশি থাকে। রবি একটা টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান হিসেবে তাদের যে যে সেবাগুলো আছে সেগুলো প্রতিটি খেলোয়াড় সম্পৃক্ত হতে পারবে।

সর্বশেষ খবর