বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

স্প্যানিশ দলে নেই কস্তা-তোরেস

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ দলে নেই কস্তা-তোরেস

ইউরো ২০১৬’র জন্য ঘোষিত স্পেনের ২৫ সদস্যের প্রাথমিক দলে নেই দিয়েগো কস্তা এবং ফার্নান্দো তোরেসের নাম। চেলসির জার্সিতে গত দুই ম্যাচ খেলতে পারেননি কস্তা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। তাছাড়া ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এ স্প্যানিশ ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে নিজের যোগ্যতাও প্রমাণ করতে পারেননি। ১০ ম্যাচ খেলে করেছেন মাত্র ১ গোল! স্প্যানিশ কোচ দেল বস্ক বলছেন, ‘আমরা এমন কোনো ফুটবলারকে দলে রাখতে পারি না যার ইনজুরিতে পড়ার সম্ভাবনা রয়েছে।’ বিশ্বজয়ী এ কোচ দলের বাইরে রেখেছেন ফার্নান্দো তোরেস, জাভি মার্টিনেজ এবং হুয়ান মাতার মতো গুরুত্বপূর্ণ ফুটবলারদেরও। তোরেসকে বাদ দেওয়ায় দেল বস্কের কাছে স্ট্রাইকারের অপশন অনেকটাই কমে গেল। আদুরিজ আর আলভারো মোরাতার মধ্যেই তাকে বেছে নিতে হবে একজনকে। এবারের দলে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের আধিপত্য অনেকটাই কমেছে। বার্সেলোনার ৫ জন আর রিয়াল মাদ্রিদের ৪ জন আছে এবারের দলে।

সর্বশেষ খবর