বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

অলিম্পিক র‌্যাঙ্কিংয়ে সিদ্দিকুর

ক্রীড়া প্রতিবেদক

অলিম্পিক র‌্যাঙ্কিংয়ে সিদ্দিকুর

ইউরোপীয়ান ট্যুরের আফ্রো-এশিয়া ব্যাংক মরিশাস ওপেনে একটুর জন্য শিরোপা মিস হওয়ার কষ্টটা এখন ভুলতে পারেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। ভোলার কথাও নয়। শেষ তিন হোলে কীভাবে যে কি হয়ে গেছে তা বুঝতেই পারছেন না সিদ্দিকুর। তবে ইউরোপীয়ান ট্যুরের শিরোপা হাতছাড়া হলেও একদিন পরেই একটা সুখবর পেয়েছেন। টুর্নামেন্টে দ্বিতীয় হওয়ার পুরস্কার হিসেবে অলিম্পিকে খেলার সুযোগ পাচ্ছেন সিদ্দিকুর রহমান! অলিম্পিকের র‌্যাঙ্কিংয়ে সিদ্দিকুরের অবস্থান এখন ৫৪তম। আগামী জুলাইয়ের ১১ তারিখের মধ্যে ৬০-র মধ্যে থাকলেই নিশ্চিত হয়ে যাবে অলিম্পিকের চূড়ান্ত পর্ব। তবে সিদ্দিকুর খেলার বিষয়টি অনেকটাই নিশ্চিত। কেননা অলিম্পিকে এশিয়া থেকে খেলার সুযোগ পান সেরা ১০ জন গলফার। তাছাড়া আগামী দুই মাসের মধ্যে এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট নেই। তারপরেও বাছাই পর্ব উতরানোর জন্য আরও মাস দুয়েক অপেক্ষা করতে হবে সিদ্দিকুরকে। অলিম্পিকে ১০০ বছর পর ফিরেছে গলফ। রিও ডি জেনিরোতে খেলার সুযোগ পাবেন বিশ্বের ৬০ জন তারকা গলফার। আর সেখানে লাল সবুজের পতাকা উড়াবেন সিদ্দিকুর। এটা দেশের ক্রীড়াঙ্গনে অনেক বড় ঘটনা। এ সম্পর্কে গলফের পরিচিত মুখ মেজর (অব.) মাহমুদ বলেন, ‘অলিম্পিকে বাংলাদেশের অন্যান্য ক্রীড়া ইভেন্ট থেকে অংশ নিলেও হিটেই বাদ পড়ে যান আমাদের ক্রীড়াবিদরা। পদক জয়ের কথা তো দূরের কথা চূড়ান্ত পর্বেই দেখা যায় না। অথচ সিদ্দিকুর খেলবেন চূড়ান্ত পর্বে। শুধু তাই নয়, পদকের লড়াইয়েও থাকবেন তিনি। এটা দেশের জন্য অনেক বড় পাওয়া।’ চেক-আপ করাতে সিদ্দিকুর রহমান মরিশাস থেকে গিয়েছেন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। দেশে ফিরবেন ২৭ মে।

সর্বশেষ খবর