বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

প্রিমিয়ার লিগের সেরা কোচ রানিয়েরি

ক্রীড়া ডেস্ক

প্রিমিয়ার লিগের সেরা কোচ রানিয়েরি

ইংলিশ প্রিমিয়ার ফুটবলে রূপকথা লিঘেছে লিস্টারশায়ার। সিটি। ১৩২ বছরের ইতিহাসে এই প্রথম চ্যাম্পিয়ন হলো দলটি। রূপকথার নেপথ্যের নায়ক ক্লদিও রানিয়েরি। ইতালিয়ান ভদ্রলোকের হাত ধরেই প্রিমিয়ার ফুটবলের শিরোপা জিতেছে লিস্টারশায়ার। দলকে অভাবিত সাফল্য এনে দেওয়ার ফলও পেলেন রানিয়েরি। ইংল্যান্ডের লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন তিনি। রানিয়েরি এর আগে কোচিং করিয়েছেন জুভেন্টাস, এস রোমা, নেপোলি ও চেলসিকে। এর আগে ইংল্যান্ডের বাইরে থেকে ২০০২ ও ২০০৪ সালে আর্সেনালের ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গার এই পুরস্কারটি জিতেছিলেন। ৬৪ বছরের রানিয়েরি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই পুরস্কার জিতেন।

সর্বশেষ খবর