বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

স্বাগতিক ফ্রান্সের প্রস্তুতি শুরু

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের স্বাগতিক ফ্রান্স গতকাল থেকে অনুশীলন শুরু করেছে। আগামী মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরো কাপ। কোচ দিদিয়ের দেশম শিরোপা জয়ের জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন। শিষ্যদের তৈরি করছেন সার্বিকভাবে। ফ্রান্সের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূলীয় শহর বিয়ারিতজে অনুশীলন করছে ফরাসিরা। তবে টুর্নামেন্ট শুরুর আগে ফরাসিরা অস্ট্রিয়াতে যাবে প্রস্তুতি পূর্ণ করার জন্য। ২৩ সদস্যের চূড়ান্ত দল এরই মধ্যে ঘোষণা করেছেন কোচ দেশম। ১০ জুন নিজেদের প্রথম ম্যাচে ফরাসিরা মুখোমুখি হবে রুমানিয়ার। এক মাসব্যাপী অনুষ্ঠিত হবে এবারের ইউরো কাপ। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ছাড়াও এবার ফেবারিট বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তাছাড়া ইতালি, পর্তুগাল আর বেলজিয়ামকেও রাখতে হচ্ছে ফেবারিটের তালিকায়। ১৯৮৪ সালে প্লাতিনির নেতৃত্বে ইউরো সেরা হয়েছিল ফ্রান্স। সেবারও স্বাগতিক ছিল দেশটি।

সর্বশেষ খবর