রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

মেরিনারকে হারিয়ে বড় বাধা টপকালো ঊষা

ক্রীড়া প্রতিবেদক

মেরিনারকে হারিয়ে বড় বাধা টপকালো ঊষা

মেরিনারের জালে বল। গোল করার পর উৎসবে মেতেছে ঊষার খেলোয়াড়রা —বাংলাদেশ প্রতিদিন

গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে পুরান ঢাকার ক্লাব ঊষা ক্রীড়াচক্র জিতেই চলেছে। আগের দুই ম্যাচে দুর্বল প্রতিপক্ষ ওয়ারী ও রেলওয়েকে পরাজিত করেছিল। গতকাল বড় বাধা টপকালো মেরিনারের বিপক্ষে জয় পেয়ে। লিগের প্রথম বড় ম্যাচে ৪-১ গোলে জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুরান ঢাকার দলটি। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দল সমান তালে লড়লেও সুযোগ কাজে লাগানোয় বড় ব্যবধানেই জিতেছে ঊষা। ক্লাব কাপে গ্রুপ পর্বের লড়াইয়ের দুই দল ২-২ গোলে ড্র করে। মাঠে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। কাল মাঠে ওমানের দুই আম্পায়ার থাকায় ফল যাই হোক ম্যাচ সুষ্ঠুভাবেই শেষ হয়েছে।

২১ মিনিটেই এগিয়ে যায় ঊষা। পাকিস্তানি আলিম দেবারের পেনাল্টি কর্নার থেকে হিটে বল জালে পাঠান। এরপরই আক্রমণ আরও বেড়ে যায় ঊষার। ৩২ মিনিটে পুস্কর ক্ষিসা মিমো ফিল্ড গোল করেন। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকে ঊষা। বিরতির পর চাপিয়ে খেলতে থাকে মেরিনার। ৬১ মিনিটে আরিফুল ইসলাম ব্যবধান কমালে ম্যাচে উত্তেজনা বেড়ে যায়। ৬৬ মিনিটে হাসান জুবায়ের নিলয় ঊষার পক্ষে তৃতীয় গোল করেন। শেষ মিনিটে মাহবুব হোসাইন ব্যবধান ৪-১ করলে ঊষা হাসি মুখে মাঠে ছাড়ে। ঊষা দুই পেনাল্টি কর্নার থেকে ১টি কাজে লাগায়। অন্যদিকে পাঁচটা থেকে মেরিনারের একমাত্র গোলটি আসে পেনাল্টি কর্নার থেকে। ২৫ মে মেরিনার পরবর্তী ম্যাচ খেলবে আবাহনীর বিপক্ষে। এদিকে দিনের প্রথম ম্যাচে সজিব হোসেনের হ্যাটট্রিকে আজাদ ৪-১ গোলে রেলওয়েকে হারিয়ে দেয়। ২৭, ৩১ ও ৪৭ মিনিটে টানা তিন গোল করে হ্যাটট্রিকের কৃতিত্ব পান সজিব। নাসির করেন ১ গোল। রেলওয়ের সান্ত্বনাসূচক গোলটি করেন টিটু কুমার দাস।

সর্বশেষ খবর