রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

প্লে-অফ খেলা হচ্ছে না জাহিদের

ক্রীড়া প্রতিবেদক

মামুনুল ইসলাম ও সোহেল রানার পথ অনুসরণ করলেন জাহিদ হাসান। জাতীয় দলে শৃঙ্খলা ভাঙার কারণে চার ফুটবলারকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল বাফুফে। এর মধ্যে মামুনুল ও জাহিদ ১ বছর। সোহেল ও ইয়াসিনকে ৬ মাস জাতীয় দল থেকে নিষিদ্ধ করা হয়। এর মধ্যে মামুনুল আর সোহেল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে লিখিতভাবে ক্ষমা চান। পরে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি দুজনার শাস্তি প্রত্যাহার করে নেয়। বর্তমানে তারা এশিয়ান কাপ প্লে-অফ ম্যাচ খেলতে জাতীয় দলের অনুশীলনে ব্যস্ত রয়েছেন। জাতীয় দলে মানসম্পন্ন খেলোয়াড়ের সংকট থাকায় মূলত তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এক সঙ্গে না চাইলেও জাহিদও যে ক্ষমা চাইবেন এ নিয়ে কারও সংশয় ছিল না। শেষ পর্যন্ত তাই হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বাফুফের কাছে চিঠি দিয়েছেন জাহিদ। তাহলে কি জাহিদও জাতীয় দলে ফিরছেন! এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, তার চিঠি আমরা পেয়েছি। কি সিদ্ধান্ত হতে পারে এটা নির্ধারণ করবে ম্যানেজমেন্ট কমিটি। ২/৩ দিনের মধ্যে জাহিদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। মামুনুলদের মতো ম্যানেজমেন্ট কমিটি জাহিদের শাস্তি প্রত্যাহার করে নেবে তা নিশ্চিতই বলা যায়। অর্থাৎ তিনি জাতীয় দলে ফিরছেন। তবে শাস্তি তুলে নিলেও জাহিদ আগামী মাসে অনুষ্ঠিতব্য তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ প্লে-অফ ম্যাচ খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অসুস্থ বাবার চিকিৎসার জন্য আজই জাহিদ মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। নিজেই জানালেন ‘বাবাকে নিয়ে ভারতে কতদিন থাকব বলতে পারছি না। তবে ১০/১২ দিনের মধ্যে ফিরব না এ ব্যাপারে নিশ্চিত।’ ২ ও ৭ জুন বাংলাদেশের ম্যাচ। এই অবস্থায় ক্ষমা পেলেও জাহিদ প্লে-অব ম্যাচ খেলতে পারবেন না।

সর্বশেষ খবর