রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

ছন্দে ফিরেছেন বোল্ট

ক্রীড়া ডেস্ক

ছন্দে ফিরেছেন বোল্ট

গোল্ডেন মিটে সোনা জয়ের পর উসাইন বোল্ট — এএফপি

আগস্টে রিও ডি জেনিরো অলিম্পিক। বেজিং ও লন্ডন অলিম্পিকের পর এবারও দৌড়াবেন বিশ্বের দ্রুততম ‘মানব’ উসাইন বোল্ট। এবারও সোনার দাবিদার। যদিও বয়স ৩০ পেরিয়েছে। তারপরও গতি যে কোনো তরুণের চেয়ে বেশি। তার প্রমাণ দিলেন চেক রিপাবলিকের অস্ত্রোভাতে গোল্ডেন মিটে মৌসুমের সবচেয়ে কম সময়ে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করে। ৬টি অলিম্পিক সোনাজয়ী জ্যামাইকান ‘কালোচিতা’ বোল্ট সময় নেন ৯.৯৮ সেকেন্ড। দ্বিতীয় বার্বাডোজের র্যামন গিটেন্সের সময় লেগেছে ১০.২১ সেকেন্ড। এর আগে কেইম্যান আমন্ত্রণমূলক হিটে ১০০ মিটার শেষ করতে সময় নিয়েছিলেন ১০.০৫ সেকেন্ডে। অস্ত্রোভায় মৌসুমের সেরা সময় নেওয়ার পর বোল্ট বলেন, ‘১০ সেকেন্ডের নিচে দৌড়াতে পেরে আমি ভীষণ খুশি। চোটমুক্তভাবে কোনো দৌড় শেষ করতে পারলে আমি সব সময়ই খুশি হই।’

সর্বশেষ খবর