রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

ম্যানচেস্টারের কোচ মরিনহো?

ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টারের কোচ মরিনহো?

হোসে মরিনহো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন অনেক আগেই শোনা যাচ্ছিল। কিন্তু ইংল্যান্ডের মিডিয়াগুলো বলেছিল, এটা গুজব ছাড়া আর কিছু নয়। স্প্যানিশ দৈনিক এএস জানাচ্ছে, গুঞ্জন নয়, মরিনহো ঠিকই ম্যানইউর কোচ হতে যাচ্ছেন। এফএ কাপ ফাইনালের পর এমন ঘোষণা দিতে পারে ম্যানইউ কৃর্তপক্ষ। গত ডিসেম্বরে চেলসি থেকে বিদায় নেওয়ার পর বেকার বসে আছেন এই জাঁদরেল কোচ। অফার যে আসেনি তাও বলা যাবে না। ইউনাইটেডের কোচ হতে আগ্রহী বলে তা ফিরিয়ে দিয়েছেন মরিনহো।

এএস লিখেছে, ইউনাইটেডের নির্বাহী সহসভাপতি এড উড ওয়ার্ডের সঙ্গে পর্তুগিজ কোচের এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে কথা হয়েছে। তিন বছরের নাকি চুক্তিও হয়ে গেছে। চুক্তি অনুযায়ী মৌসুমে মরিনহোর বেতন হবে প্রায় ১৫ মিলিয়ন ইউরো। ৫৩ বছর বয়সী  কোচ চাকরির শর্ত হিসেবে  নাকি  এটাও জানান, আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে অনেক পরিবর্তন আনতে হবে। গতকাল রাতেই এফএ কাপে ক্রিস্টাণ প্যালেসের সঙ্গে ফাইনাল খেলে ফেলেছে ইউনাইটেড।   যদি জিতে থাকে তাহলে  আর্সেনালের সমান রেকর্ড ১২টি এফএ কাপ জিতবে  রেড ডেভিলরা।

সর্বশেষ খবর