সোমবার, ৩০ মে, ২০১৬ ০০:০০ টা

মোহামেডানকে হারিয়ে সিসিএসের চমক

ক্রীড়া প্রতিবেদক

লটারিতে দল-বদলের সময়ও হাঁকডাক ছিল না ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস)। ‘আইকন’ কিংবা ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের দলভুক্ত করার সুযোগ পেয়েও এড়িয়ে গেছে দলটি। অনূর্ধ্ব-১৯ দল এবং অপরিচিত ক্রিকেটারদের নিয়ে দল গড়ে সিসিএস। শিরোপা জয় কিংবা সুপার লিগ খেলা টার্গেট ছিল না। টার্গেট প্রিমিয়ার বিভাগ ক্রিকেট প্রথম বিভাগে অবনমন। গতকাল ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কার্টেল ওভারের ম্যাচে ডাক ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে মোহামেডানকে ২১ রানে হারিয়ে চমক সৃষ্টি করার পাশাপাশি ওয়ালটন প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান শক্ত করার পথে উঠে এসেছে সিসিএস। রিজার্ভ ডেতে গড়ানো আরেক ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমিকে। আজ মাঠে গড়াবে আরও তিন ম্যাচ। মিরপুরে মুখোমুখি হবে ভিক্টোরিয়া-শেখ জামাল, ফতুল্লায় লিজেন্ড অব রূপগঞ্জ-কলাবাগান ক্রীড়া চক্র এবং বিকেএসপিতে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী ক্রিকেটার্স। রূপগঞ্জ আজ জিতলেই এককভাবে উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে। বৃষ্টিতে ম্যাচটি পরিণত হয়েছিল ২৪.৫ ওভারে। আগের দিন সিসিএস ২৪.৫ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে। ফলে মোহামেডানের টার্গেট দাঁড়ায় ১৫০ রান। ৩ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলে দিন পার করে মতিঝিল পাড়ার দলটি। কাল সপ্তম জয় পেতে ২২.৫ ওভারে মুশফিক বাহিনীকে করতে হতে ১৩৬ রান। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন বর্ষিয়ান ওপেনার এজাজ আহমেদ। কাল খেলতে নেমে পেসার মেহরাব হোসেন জসি ও সালমান হোসেনের সাঁড়াশি আক্রমণে ২০ থেকে ৫৩ রানে পৌঁছাতে হারিয়ে ফেলে ৬ উইকেট। এই ধাক্কা পরবর্তীতে সামলে নিতে পারেনি মোহামেডান। শুধুমাত্র ফয়সাল হোসেন ডিকেন্স ও নাজমুর হোসেন মিলন লোয়ার মিডল অর্ডারে কিছুটা চেষ্টা করেছেন। কিন্তু হার এড়াতে পারেননি। শুধুমাত্র ব্যবধান কমিয়েছে। ডিকেন্স ৩২ ও মিলন ২০ রান করেন। সিসিএসকে অবিশ্বাস্য জয় উপহার দেওয়ার নায়ক মেহরাব ৫ ওভারেরর স্পেলে ১৪ রানের খরচে নেন ৪ উইকেট।

সর্বশেষ খবর