সোমবার, ৩০ মে, ২০১৬ ০০:০০ টা

মামুনুলরা তাজিকিস্তানে

ক্রীড়া প্রতিবেদক

দুশানবেতে তাজিকিস্তানের বিপক্ষে জয়। ফুটবলে এখন যে অবস্থা তাতে এক কথায় অবিশ্বাস্য বলা যায়। তবু স্বপ্ন দেখছেন মামুনুলরা। অ্যাওয়ে ম্যাচ খেলতে জাতীয় দল এখন তাজিকিস্তানে। ২ জুন ম্যাচ বিশ্বকাপ বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হেরে যায়। কোচ লোডডিক ক্রুইফ ঢাকা ছাড়ার আগে বলে যান তাজিকিস্তানের মাটিতে তাজিকদের হারানোটা কঠিন। ড্র করতে পারলেই খুশি হবো। কিন্তু অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, প্রতিপক্ষ তাজিকিস্তান নিঃসন্দেহে শক্তিশালী। ঘরের মাঠে তারাই ফেবারিট। তারপরও আমরা যদি বুঝেশুনে খেলতে পারি তাহলে জয় পাওয়াটা কঠিন কিছু হবে না। শৃঙ্খলা ভাঙার কারণে জাতীয় দল থেকে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন মামুনুল। কিন্তু ক্ষমা চাওয়ায় সেই শাস্তি তিন মাসের মধ্যে প্রত্যাহারও হয়ে গেছে। শুধু মামুনুল নন ছয় মাসের সাসপেন্ড হওয়া সোহেল রানাও জাতীয় দলে ফিরেছেন। মামুনুলের নেতৃত্বও ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তার দায়িত্ব আরও বেড়ে গেছে। ঢাকা ছাড়ার আগে তিনি বলেও যান যোগ্যতা বিচার করে আমাকে জাতীয় দলের পুনরায় অধিনায়ক করা হয়েছে। চেষ্টা করব দেশকে ভালো কিছু উপহার দেওয়ার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর