মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা

পদত্যাগ করলেন গামাগি

ক্রীড়া প্রতিবেদক

পদত্যাগ, সরে দাঁড়ানোর হিড়িক পড়েছে বাংলাদেশের ক্রিকেটে। কিছুদিন আগে মাশরাফিদের বোলিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন হিথ স্ট্রিক। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল। পুরুষ দলের এ ধাক্কা লেগেছে মহিলা ক্রিকেট দলেও। জাহানারা আলম, সালমা খাতুনদের কোচ গামাগি সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের কোচ থেকে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত কোচ গামাগি। বাংলাদেশ থেকে চলে গেলেও তিনি এখন কোচিং করাবেন থাইল্যান্ডকে।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর গামাগি বসেছিলেন মহিলা ক্রিকেটারদের সঙ্গে। এরপর তিনি মিডিয়ার সঙ্গে তার অবস্থান ব্যাখ্যা করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায়নি বলেই সরে দাঁড়ান, ‘বিসিবির কাছ থেকে নতুন কোনো প্রস্তাব আসেনি। তাই আমাকে সরে দাঁড়াতেই হলো। এখন আমি কাজ করব থাইল্যান্ডে। সামনে সেখানে একটি টুর্নামেন্ট রয়েছে। টুর্নামেন্টটির জন্য ওরা আমাকে ডেকেছে। বিসিবির যেহেতু আগ্রহ নেই, তাই চলে যেতেই হচ্ছে।’ গামাগি কোচিং করাচ্ছেন মহিলা দলকে দুই বছর। তার কোচিংয়ে এবার টি-২০ বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। দলটি নিয়ে দীর্ঘদিন কাজ করায় বেশ ভালো ধারণা রয়েছে তার, ‘দলটিতে ট্যালেন্ট ক্রিকেটার রয়েছে অনেক। নিজ চেষ্টায় দলটি অনেক দূর এগিয়েছে। কিছু কিছু সমস্যা রযেছে। সেগুলো সামলাতে পারলে অনেক দূর এগিযে যাবে। এজন্য অবশ্য দলটিকে অনেক বেশি অনুশীলন করতে হবে। দলটি শুধু নির্দিষ্ট সময়ে অনুশীলন করে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর