মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হতে বাকি নেই বেশি দিন। ১০ জুন ফ্রান্স-রুমানিয়া ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এ আসর। এবারের টুর্নামেন্ট বদলে গেছে অনেকটাই। বিশ্বকাপের আদলে এবার থেকেই ইউরোতে দ্বিতীয় রাউন্ডে খেলবে ১৬ দল। মোট ২৪ দলের টুর্নামেন্ট হচ্ছে ইউরো কাপে। দলগুলো এরই মধ্যে নিজেদের প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছে। গত রবিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল ফেবারিট স্পেন, জার্মানি, ইতালি এবং পর্তুগাল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি হেরে গেছে প্রীতি ম্যাচে। স্লোভাকিয়া ৩-১ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। মারিও গোমেজ পেনাল্টি থেকে এক গোল করলেও হ্যামসিক, ডুরিস আর কুকার গোলে জয় পেয়েছে স্লোভাকিয়া। 

জার্মানি হেরে গেলেও জয় পেয়েছে ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, ইতালি, পর্তুগাল এবং তুরস্ক। স্পেন ৩-১ গোলে হারিয়েছে বসনিয়াকে। স্পেনের পক্ষে দুটি গোল করেছেন নলিতো। একটি গোল করেছেন পেদ্রো। রোনালদোকে ছাড়াই পর্তুগাল প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে নরওয়েকে। পতুর্গালের পক্ষে গোল করেছেন কুয়ারেসমা, গুয়েরিরো এবং এডার।

সর্বশেষ খবর