মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা

টেন্ডুলকারকে ছাড়িয়ে কুক

ক্রীড়া ডেস্ক

টেন্ডুলকারকে ছাড়িয়ে কুক

সিরিজের শুরু থেকেই মুহূর্তটির অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। হয়তো অপেক্ষায় ছিলেন ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিয়েস্টার কুকও। প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ১০ হাজারি ক্লাবের সদস্য হবেন। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে, ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন। গড়বেন নতুন রেকর্ড। সবচেয়ে কম বয়সে ১০ হাজার রান করার রেকর্ড গড়বেন তিনি। কাল ডারহামে রেকর্ড দুটি নিজের করে নেন। ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলার পথে টেন্ডুলকারের রেকর্ডকে পেছনে ফেলার পাশাপাশি ১০ হাজারি ক্লাবের ১২ নম্বর ক্রিকেটার হিসেবে নাম লিখেন কুক। ১২৮ টেস্টের ২২৯ ইনিংসে কুকের রান এখন ৪৬.৪৩ গড়ে ১০০৪২। ২০০৫ সালে কলকাতায় ৩১ বছর ১০ মাস ২০ দিন বয়সে ১০ হাজার রান করেছিলেন ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকার। গতকাল সেই মাইলফলক স্পর্শ করে পেছনে ফেলেন কুক ৩১ বছর ১৫৭ দিনে। নতুন রেকর্ডটি গড়তে ভারতীয় ক্রিকেট লিজেন্ডের চেয়ে পাঁচ মাস কম সময় নেন কুক। কাল তার রেকর্ড গড়ার টেস্টটি ইংল্যান্ড জিতেছে ৯ উইকেটে। প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছে কুকবাহিনী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর