শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক র‌্যাংকিং

ক্রীড়া ডেস্ক

দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অতিরিক্ত সময়ের গোলে ফ্রান্সকে হারায় রোনালদোরা। ইউরো সেরা হওয়ায় ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে পর্তুগাল। র‌্যাঙ্কিংয়ে দলটির বর্তমান স্থান ৬। কোপা আমেরিকার শিরোপা জিততে না পারলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দুই ধাপ পিছিয়ে নেমে গেছে ৯ নম্বরে। বাংলাদেশও পিছিয়েছে দুই ধাপ। ৮৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১৮৩ নম্বরে। এক নম্বরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৫৮৫। পরের চার স্থানের দলগুলো বেলজিয়াম, কলম্বিয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।

এশিয়ান দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে ইরান। বিশ্ব অবস্থানে মধ্যপ্রাচ্যের দেশটি ৩৯। সাফ অঞ্চলের দেশগুলোর মধ্যে সবার ওপরে ভারত। ভারতের অবস্থান ১৫২। গত সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তানের অবস্থান ১৫০ নম্বরে। যদিও দেশটি এরপর থেকে আর সাফ অঞ্চলে খেলবে না। ১৭৪ নম্বরে থাকা মালদ্বীপ এই অঞ্চলের দ্বিতীয় সেরা দল। বাংলাদেশের অবস্থান ১৮৩ এবং এই অঞ্চলে তৃতীয় সেরা দল। চার নম্বরে থাকা নেপালের র‌্যাঙ্কিং ১৮৮, ভুটান ১৯২, শ্রীলঙ্কা ১৯৩ ও পাকিস্তান ১৯৪।

সর্বশেষ খবর