বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

প্রতিপক্ষ রহমতগঞ্জ, সতর্ক শেখ রাসেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতিপক্ষ রহমতগঞ্জ, সতর্ক শেখ রাসেল

পেশাদার ফুটবল লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের আজ দ্বিতীয় ম্যাচ। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল সাড়ে ৪টায় রহমতগঞ্জের বিপক্ষে মুখোমুখি হবে। সন্ধ্যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব লড়বে উত্তর বারিধারার সঙ্গে। দুই ম্যাচই বৈশাখী চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। তারকা ফুটবলার নিয়ে শেখ রাসেল সেরা দল গড়েছে। বিদেশি কালেকশনও চোখে পড়ার মতো। লিগ জেতার প্রধান দাবিদার তারা। প্রথম ম্যাচে উত্তর বারিধারার দাঁড়ানোর কথা ছিল না। গোলের বন্যায় ভেসে যাওয়ার কথা। অথচ এই বারিধারার কাছে হার মেনেছে শেখ রাসেল। কোচ মারুফুল হক বলেছেন, যে পেনাল্টি থেকে বারিধারা গোল করেছে তা জেনুইন ছিল না। পেনাল্টি ছিল কি ছিল না এই নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে শেখ রাসেলের যে শক্তি সেই অনুযায়ী খেলতে পারেনি। অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে শেখ রাসেল আক্রমণ বেশি করলেও তাতে পরিকল্পনার ছাপ ছিল না। লক্ষ্য করলে দেখা যাবে উত্তর বারিধারার আক্রমণ সামাল দিতে শেখ রাসেলের রক্ষণভাগ অস্থির হয়ে উঠছিল। শক্তির পার্থক্য আকাশ-পাতাল। তারপর আবার উত্তর বারিধারা যে গতিময় খেলা খেলেছে তা চোখে পড়ার মতো। এটা নিঃসন্দেহে বারিধারার স্মরণীয় জয়।

লিগ সবে মাত্র শুরু হয়েছে। সেখানে ১ ম্যাচ হারা মানে শিরোপা লড়াইয়ে পিছিয়ে যাওয়া নয়। কিন্তু এই হার শেখ রাসেলের জন্য সতর্ক বার্তাই বলা যায়। আজ লড়বে রহমতগঞ্জের বিপক্ষে। সন্দেহ নেই রহমতগঞ্জ দুর্বল প্রতিপক্ষ। তবু সতর্ক হয়ে খেলতে হবে মারুফের শিষ্যদের। রহমতগঞ্জ এবার ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনালে খেলেছে। ঢাকা আবাহনীর বিপক্ষে সমান তালে লড়েও অতিরিক্ত সময়ে হার মেনেছে। চট্টগ্রামে লিগের প্রথম খেলাতেই তারা ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে প্রায় হারিয়ে দিয়েছিল। শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাত ছাড়া করে। সুতরাং যতই দুর্বল হোক শেখ রাসেলকে দেখে শুনে খেলতে হবে। টানা দুই ম্যাচে দুর্বল প্রতিপক্ষের কাছে পয়েন্ট হারানো মানে এখনই চাপে পড়ে যাবে। সন্ধ্যায় বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল লড়বে উত্তর বারিধারার সঙ্গে। আরামবাগের বিপক্ষে এগিয়ে গিয়ে ড্র করেছে শেখ জামাল। উত্তর বারিধারাকে গুরুত্ব না দিয়ে উপায় নেই। চট্টগ্রামে ১২ দলের ১টি করে ম্যাচ হয়েছে। একমাত্র উত্তর বারিধারা ছাড়া কোনো দলই জয়ের মুখ দেখতে পারেনি। ড্র’র ছড়াছড়ি। এর মধ্যে হাই ভোল্টেজও ম্যাচ হয়ে গেছে। শিরোপা প্রত্যাশী দুই দল চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনী ১-১ গোলে ড্র করে। ম্যাচটি বেশ উপভোগ্য ছিল। একবার ঢাকা আরেকবার চট্টগ্রাম আবাহনী আক্রমণ করে ম্যাচকে প্রাণবন্ত করে তোলে। আগের আট আসরে যাই হোক না কেন, এবার নতুন রূপে পেশাদার লিগ মাঠে গড়িয়েছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। লিগ উদ্বোধন করা হয়েছে বর্ণাঢ্য কনসার্টের মাধ্যমে।

সর্বশেষ খবর