শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

অভিমান ভাঙবে মেসির

ক্রীড়া ডেস্ক

অভিমান ভেঙে লিওনেল মেসি জাতীয় দলে ফিরবেন এমনই প্রত্যাশা আর্জেন্টিনাবাসীর। নতুন কোচের দায়িত্ব পাওয়া এদগার্দো বাউজাও সেটাই চাচ্ছেন। মেসিকে ঘিরেই দলের রণকৌশল সাজাচ্ছেন তিনি। বাউজা বলেন, হাতে খুব বেশি সময় নেই। আমার প্রথম দলে তেমন একটা পরিবর্তন থাকবে না। তবে আমি ৫-৬ জন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে চাই। আশা করি মেসির সঙ্গে আলাপ করলে তার অভিমান ভাঙবে। ওকে খুব বেশি প্রয়োজন। বাউজা বলেন, মেসির কাছে আমার পরিকল্পনা তুলে ধরব। মাঠে তার পজিশন নিয়ে নতুন চিন্তা রয়েছে। তাকে কোনো কিছু বোঝানোর দরকার নেই। পরিকল্পনা মোতাবেক ফুটবল নিয়ে তার সঙ্গে আলোচনা করব। প্রসঙ্গত, কোপা আমেরিকা ফাইনালে হারার পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ওই ব্যর্থতার দায় নিয়ে আর্জেন্টিনা কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনো। মঙ্গলবার থেকেই মূলত নতুন কোচের দায়িত্ব নিলেন বাউজা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর