শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভিলেজের বাইরে বোল্টের প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক

ভিলেজের বাইরে বোল্টের প্রস্তুতি

কোচ গ্লেন মিগেলসের সঙ্গে উসাইন বোল্ট

বেজিং ও লন্ডন অলিম্পিকের দ্রুততম মানব উসাইন বোল্ট ৬টি সোনার পদকের মালিক। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী মানব অলিম্পিকে তৃতীয়বার সোনা জিততে এখন রিও ডি জেনিরো শহরে। জ্যামাইকান স্প্রিন্টার রিও পৌঁছান ২৭ জুলাই এবং উঠেন রিও অলিম্পিক ভিলেজে। কিন্তু সেখানে এখন অবস্থান করছেন না দ্রুততম মানব। নিবিঢ় অনুশীলনের জন্য তিনি অলিম্পিক ভিলেজ থেকে ৩০ কিলোমিটার দূরে রিও নদীর পাড়ে নির্জন একটি স্থানে অবস্থান করছেন। সেখানেই তিনি অুনশীলন করছেন। ট্রাকে তিনি নামবেন ১৩ আগস্ট এবং অ্যাথলেটিক্স শুরু হবে ১২ আগস্ট।  

নির্জন জায়গা বাছার একটাই কারণ বোল্টের, অনুশীলনে যেন কোনোরকম ব্যাঘাত না ঘটে। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, হোটেলে ঢোকার পরের দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ১০-১২ জন ভক্ত হোটেলের সামনে দাঁড়িয়েছিলেন প্রিয় তারকাকে দেখতে। তারা ব্যর্থ হননি। টানা দুটি অলিম্পিকের সোনাজয়ী বোল্টকে দেখা গেছে কোচ গ্লেন মিগেলসের সঙ্গে বেরিয়ে যেতে। দূর থেকে ফটোগ্রাফার্সরা ছবিও তুলেছেন। কিন্তু কাছে ভিড়তে পারেননি কোনো সাংবাদিক। কারণ, অনুশীলনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে। শুধু বোল্টই নন, অলিম্পিক ভিলেজে থাকছেন না জামাইকার অন্য অ্যাথলেটরাও। তারা তাঁবু গেড়েছেন জসান নামে একটি জায়গা। যা ব্রাজিলের নৌবাহিনীর একটি কেন্দ্র। নির্জন জায়গায় নিবিঢ় অনুশীলনে ব্যস্ত বোল্ট এবারও সোনা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, ‘যদি সব ঠিক থাকে তাহলে রিওতেও সোনা আমি জিতব।’

সর্বশেষ খবর