শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি!

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি!

শেষ পর্যন্ত দিয়াগো ম্যারাডোনার কথা সত্য হতে চলেছে। কোপা আমেরিকা কাপে ফাইনালে ভালো খেলেও চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। আগের আসরেও একই পরিণতি ঘটেছিল। বার্সাকে অনেক শিরোপা জিতিয়েছেন মেসি। কিন্তু আর্জেন্টিনার নেতৃত্ব পেয়েও দেশকে ট্রফি উপহার দিতে পারেননি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হেরে যায়। কোপা আমেরিকা কাপেও টানা দুই আসরে ব্যর্থ। এজন্য এবার চিলির কাছে হারের পর অশ্রুভেজা কণ্ঠে মেসি বলেছিলেন, ‘জাতীয় দলে আমাকে আর মানায় না। দেশবাসীকে বার বার হতাশ করছি। আমি মনে করি আর্জেন্টিনা দলে আমি অযোগ্য। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি জাতীয় দল থেকে অবসর নেওয়ার। আমি মনে করি এ সিদ্ধান্তে আর্জেন্টিনা উপকৃত হবে।’ মেসির মুখে এ কথা শোনার পর ভক্তরা অবাক হয়ে যান। কেউ কেউ কষ্টে চোখের পানিও ফেলেন। তবে ১৯৮৬ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক ম্যারাডোনা বলেন, ‘অভিমান করে মেসি আর্জেন্টিনায় না খেলার কথা বলেছেন। মনের জ্বালা দূর হয়ে গেলে ঠিকই সিদ্ধান্ত বদলাবেন এবং আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামবেন। আবেগে মানুষ অনেক কিছু বলে ফেলে, পরে ঠিক হয়ে যায়।’

শেষ পর্যন্ত ম্যারাডোনার কথা সত্য হতে চলেছে। মেসি ফিরে আসছেন আর্জেন্টিনা দলে। এ ব্যাপারে মেসির কোনো বক্তব্য পাওয়া না গেলেও আর্জেন্টিনার শীর্ষস্থানীয় এক দৈনিক উল্লেখ করেছে, মেসি সিদ্ধান্ত বদল করে আর্জেন্টিনা দলে ফিরছেন। এ ব্যাপারে নতুন কোচ এদগার্দো বাউজাউয়ের সঙ্গে তার কথা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর বাউজাও বলেন, ‘মেসি ছাড়া আর্জেন্টিনা দলকে আমি ভাবতেই পারছি না। ওকে ফিরে আসার অনুরোধ করেছি। দলে পরিকল্পনা আঁকব মেসির সঙ্গে আলোচনা করে।’

সর্বশেষ খবর