শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

এগিয়ে রোনালদো

ক্রীড়া ডেস্ক

এগিয়ে রোনালদো

ইউরোপের বর্ষসেরা ফুটবলার পুরস্কারের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি বার্সার ফরোয়ার্ড লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে উয়েফার বর্ষসেরার দৌড়ে আছেন তার ক্লাব সতীর্থ গ্যারেথ বেল ও অ্যাথলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিসম্যান। রিয়ালের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন লিগ জয়ের পর দেশের হয়ে প্রথমবারের মতো ইউরো জয়ের দৌড়ে এগিয়ে আছেন রোনালদো। পিছিয়ে নেই বেলও। গত মৌসুমে রিয়াল একাদশকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আর নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরো খেলতে এসেই ওয়েলসকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন। গ্রিসম্যানের ঝুলিতে কোনো শিরোপা না থাকলেও জাতীয় দল ও ক্লাবের হয়ে তার পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। ফ্রান্সকে ফাইনালে তুলতে দুর্দান্ত খেলা এই ফরোয়ার্ড আসরে সর্বোচ্চ ৬ গোল করেন। অ্যাথলেটিকোর হয়েও গত মৌসুমটা তার অসাধারণ কাটে। ক্লাবের সর্বোচ্চ গোল করেন তিনি। দলকে তুলে আনেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর