রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

লিদেকি-আয়ানার বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক

লিদেকি-আয়ানার বিশ্ব রেকর্ড

বিশ্ব রেকর্ড গড়েই ৮০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছেন মার্কিন তরুণী কেটি লিদেকি। নিজেরই গড়া রেকর্ড ভেঙেছেন তিনি। ৮ মিনিট ৪.৭৯ সেকেন্ড টাইমিং করে এ সোনা জিতেন লিদেকি। এর মধ্য দিয়ে ১৯৬৮ সালের পর প্রথমবারের মতো তিনি ফ্রি স্টাইলের তিনটা ইভেন্টে (২০০, ৪০০ ও ৮০০) সোনা জয়ের গৌরব অর্জন করলেন। তাছাড়া এরই মধ্যে তিনি ১৩টা বিশ্ব রেকর্ড গড়ে এক অনন্য নজিরও স্থাপন করলেন। ৮০০ মিটার ফ্রি স্টাইলে রূপা জিতেছেন গ্রেট ব্রিটেনের জ্যাজমিন কারলিন এবং ব্রোঞ্জ জিতেছেন হাঙ্গেরির বগলারকা কাপাস। এদিকে প্রায় ২৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে অলিম্পিকের ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছেন ইথিওপিয়ার আলমাজ আয়ানা। ১০ হাজার মিটার দৌড়াতে তিনি সময় নিয়েছেন ২৯ মিনিট ১৭ দশমিক ৪৬ সেকেন্ড। চীনের ওয়াং জুনশিয়া ১৯৯৩ সালে ২৯ মিনিট ৩১.৭৮ সেকেন্ড টাইমিং করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এই ইভেন্টে রূপা জিতেছেন কেনিয়ার ভিভিয়ান (২৯ মিনিট ৩২ দশমিক ৫৩ সেকেন্ড)। অন্যদিকে ব্রোঞ্জ জিতেছেন লন্ডন অলিম্পিকে এই ইভেন্টের চ্যাম্পিয়ন তিরুনেশ দিবাবা (২৯ মিনিট ৪২ দশমিক ৫৬ সেকেন্ড)। আগামী ১৬ তারিখে ৫ হাজার মিটারের ইভেন্টে নামবেন আয়ানা। এই ইভেন্টেও সোনা জিতলে একই গেমসে ৫ ও ১০ হাজার মিটার দৌড় জেতা দ্বিতীয় নারী অ্যাথলেট হবেন তিনি।

সর্বশেষ খবর