রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সেমিতে বোল্ট

ক্রীড়া প্রতিবেদক

সেমিতে বোল্ট

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে প্রথম খেলতে আসেন উসাইন বোল্ট। প্রথম আসরেই বাজিমাৎ করেন রেকর্ড সময়ে ১০০ মিটার স্প্রিন্টের সোনা জিতে। বিশ্বের দ্রুততম বোল্ট চার বছর পর লন্ডন অলিম্পিকেও দ্রুততম মানব হন। এবার রিও অলিম্পিকে এসেছেন প্রথম স্প্রিন্টার হিসেবে টানা তিন অলিম্পিকের দ্রুততম মানব হতে। সোনালি অক্ষরে ইতিহাস লেখার শুরুর কাজটি বেশ ভালোভাবেই করেছেন জ্যামাইকান স্পিড স্টার। হিটে ১০.০৭ সেকেন্ড সময় নিয়ে জায়গা নিয়েছেন সেমিফাইনালে। তার প্রতিদ্বন্দ্বী স্বদেশী ইয়োহান ব্লেক, যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনও জায়গা নিয়েছেন সেমিফাইনালে। বাংলাদেশের স্প্রিন্টার মেজবাহ আহমেদ প্রাক বাছাই হিটে ১১.৩৪ সেকেন্ড সময় নিয়ে হিটে চতুর্থ এবং সব মিলিয়ে ২৪ জনের মধ্যে ১৪তম হয়েছেন। বোল্টের চেয়ে কম সময়ে দড়ি স্পর্শ করেছেন মার্কিন সাঁতারু গ্যাটলিন। তার সময় রেগেছে ১০.০১ সেকেন্ড। ব্লেকের সময় লেগেছে ১০.১০ সেকেন্ড।

সর্বশেষ খবর