বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

লন্ডনের পর রিওতেও রুডিশা

ক্রীড়া ডেস্ক

লন্ডনের পর রিওতেও রুডিশা

লন্ডনের পর রিও অলিম্পিকেও ৮০০ মিটার দৌড়ে সোনা জিতলেন কেনিয়ার ডেভিড রুডিশা —এএফপি

দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন কেনিয়ার ডেভিড রুডিশা। সে সময় থেকেই তিনি আলোচনায়। লন্ডন অলিম্পিকে ৮০০ মিটারে সোনা জেতার পর বিশ্বব্যাপী তারকাখ্যাতি পেয়ে যান তিনি। গত বছর বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপেরও চ্যাম্পিয়ন তিনি। এসব বিবেচনায় ডেভিড রুডিশাই ছিলেন রিও অলিম্পিকের ফেবারিট। আর রেসে নেমে রুডিশা প্রমাণ করলেন, এখনো তিনিই সেরা। ১ মিনিট ৪২.১৫ সেকেন্ড টাইমিং করে ডেভিড রুডিশা রিও অলিম্পিকের ৮০০ মিটারে সোনা জিতলেন। এই ইভেন্টে আলজেরিয়ার তৌফিক মাখলুফি ১ মিনিট ৪২.৬১ সেকেন্ড টাইমিং করে রুপা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিটন মারফি ১ মিনিট ৪২.৯৩ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ পদক জিতেছেন। ‘এটা সত্যিই অসাধারণ যে আমি অলিম্পিকে নিজের দ্বিতীয় সোনা জিতেছি। নিজেকে খুব গর্বিত মনে করছি আমি। সেই সঙ্গে দারুণভাবে উচ্ছ্বসিতও। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এটা।’ অলিম্পিক সোনা জয়ের পর এভাবেই নিজের আবেগ প্রকাশ করছিলেন রুডিশা। ৮০০ মিটার দৌড়ে নিজেরই গড়া বিশ্ব রেকর্ড (১ মিনিট ৪০.৯১ সেকেন্ড) ভাঙা হয়নি রুডিশার। তবে যে টাইমিং করেছেন তিনি তাতেই খুশি এ কেনিয়ান তারকা। বলছেন, ‘১ মিনিট ৪২ সেকেন্ডে দৌড় শেষ করা সত্যিই দারুণ ব্যাপার। তবে আমি জানতাম এমন কিছু একটা হবে। নিজের ওপর থেকে কখনোই আস্থা হারাইনি আমি। সন্দেহ ছিল না একেবারেই।’ রুডিশার সোনা জয়ের দিনেই স্প্রিন্টের মহাতারকা উসাইন বোল্ট ২০০ মিটার স্প্রিন্টে হিটে নেমেছেন। কাল সকালে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। শুক্রবার হবে ফাইনাল। উসাইন বোল্ট কি পারবেন ২০০ মিটারেও সোনার পদক জিততে! ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে এরই মধ্যে তিনি ইতিহাস গড়েছেন। এবার ২০০ মিটার স্প্রিন্ট ও চার গুণিতক ১০০ মিটার রিলেতে সোনা জিতলেই তার ‘ট্রিপল-ট্রিপল’ অর্থাৎ টানা তিনটা অলিম্পিকে তিনটা করে সোনা জেতা হয়। দেখা যাক, উসাইন বোল্ট এই বিরল রেকর্ড গড়তে পারেন কি না!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর