বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশের স্পিনাররা মেধাবী : রাজু

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের স্পিনাররা মেধাবী : রাজু

জাতীয় দল এবং হাইপারফরম্যান্স দলের স্পিনারদের নিয়ে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন ভারতের সাবেক স্পিনার ভেঙ্কটপতি রাজু। গতকাল ছিল বোলারদের সঙ্গে তার প্রথম সেশন। প্রথম দিন বাংলাদেশের স্পিনারদের দেখেই মুগ্ধ রাজু। তিনি বলেন, ‘এশিয়ার দলগুলোর মধ্যে ভারত-শ্রীলঙ্কার মতো স্পিনে বাংলাদেশও যে শক্তিশালী তা আমরা সবাই জানি। বয়সভিত্তিক (হাইপারফরম্যান্স) দলে আমি বেশকিছু ভালো স্পিনারকে পেয়েছি। এদের মধ্যে বাঁহাতি স্পিনার, অফ স্পিনার, লেগ স্পিনার রয়েছে। তারা সবাই মেধাবী। আমি তাদের স্বাভাবিক অ্যাকশনকে পরিবর্তন করতে চাই না। শুধু পরিকল্পনায় সহযোগিতা করতে চাই, কীভাবে তারা স্বাভাবিক অ্যাকশনে বোলিং করেও আরও ভালো করতে পারেন। তাদের শেখাতে চাই কীভাবে একজন ভালো ব্যাটসম্যানের বিরুদ্ধে বোলিং করতে হবে।’ বাংলাদেশ ওয়ানডে ও টি-২০-তে যতটা ভালো করছে ততটা সুবিধা করতে পারছে না টেস্টে! তাই টেস্ট ক্রিকেটকেই বেশি গুরুত্ব দেবেন ভেঙ্কটপতি রাজু। তিনি বলেন, ‘প্রথমে আমি ৫ দিনের ক্রিকেটের দিকে দৃষ্টি দিচ্ছি। কীভাবে সাবলীলভাবে লম্বা স্পেলে বোলিং করতে হয় সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে। একজন ভালো বোলার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই ভালো বোলিং করার ক্ষমতা রাখেন।’ বাংলাদেশে আসার পর কেবলমাত্র একদিন অতিবাহিত করেছেন।

প্রথম দিনের অভিজ্ঞতা জানতে চাইলে রাজু বলেন, ‘এটা দারুণ এক অভিজ্ঞতা। অনেক দিন আগে আমি একটা প্রদর্শনী ম্যাচ খেলতে এখানে এসেছিলাম। ক্রিকেটে বাংলাদেশের ভালোবাসা সম্পর্কে আমরা সবাই জানি। ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে, দারুণ সব সিদ্ধান্তও নিচ্ছে। শুধু স্পিনে নয়, বাংলাদেশ ব্যাটিং, ফিল্ডিংয়েও ভালো করছে। গুরুত্বপূর্ণ একটা সিরিজকে সামনে রেখে বিসিবি চমৎকার একটি উদ্যোগ নিয়েছে।’

সর্বশেষ খবর