বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

চলে গেলেন ফিফার সাবেক সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন ফিফার সাবেক সভাপতি

ফিফার ইতিহাসে সবচেয়ে সফল ছিলেন তিনি। একসময় জুলে রিমে ফুটবল বিশ্বকাপ ট্রফিটাই দেওয়া হতো তার নামে। রিমে ৩৩ বছর ধরে ফিফা-প্রধানের দায়িত্ব পালন করেছেন। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বছর এ দায়িত্বে ছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ। শতায়ু এই বিশ্ব ক্রীড়া সংগঠক ব্রাজিলে মারা গেছেন। শুধু ফুটবল নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি। ব্রাজিল ২০১৪ বিশ্বকাপ ও অলিম্পিক আয়োজনে সুযোগ এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার। অলিম্পিক চলাকালে রিওর একটি হাসপাতালে মারা যান হ্যাভেলাঞ্জ। ১৯৭৪ থেকে ১৯৯৮ পর্যন্ত ফিফা সভাপতি ছিলেন তিনি। তারপরই দায়িত্বে আসেন সেপ ব্লাটার। ব্লাটা তার যুগের শেষ প্রান্তে ফুটবলে ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। হ্যাভেলাঞ্জও এই দুর্নাম থেকে রক্ষা পাননি। তার বিরুদ্ধেও তদন্ত চলছিল। ১৯৬৩ থেকে ২০১১ পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সদস্যও ছিলেন হ্যাভেলাঞ্জ।

সর্বশেষ খবর