বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আবাহনীকে রুখে দিল ব্রাদার্স

ময়মনসিংহ প্রতিনিধি

আবাহনীকে রুখে দিল ব্রাদার্স

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ময়মনসিংহ পর্বের পর্দা নামছে গতকাল। নিজেদের পঞ্চম ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল আবাহনী লি.। তবে বিপুলসংখ্যক দর্শক সমাগমে উত্তাপ ছড়িয়েছিল ম্যাচটি। আবাহনীর পতাকাও শোভা পেয়েছিল দর্শক গ্যালারিতে। বিশেষ করে আবাহনীর লী এন্ড্রু টাক-এর খেলায় মুগ্ধ ছিল ময়মনসিংহবাসী। গতকাল ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে কিক অফের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। তবে ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারত জর্জ কোটানের শিষ্যরা। সানডের বল বার পোস্টে লেগে ফিরে আসে। একইভাবে ৩৯ মিনিটে ব্রাদার্সের রনির ক্রস থেকে কিংসলের হেডে সাইড পোস্টে লেগে ফিরে আসে। তবে বিরতির পর ব্রাদার্সকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র ৭ মিনিট। সে সময় ব্রাদার্সের ফরোয়ার্ড আউজু ইব্রাহিমকে ফেলে দেয় সামাদ ইউসুফ। পেনাল্টি পায় বালগোপালের শিষ্যরা। গোল তুলে নেয় কিংসলে। ১-০ তে এগিয়ে যায় ব্রাদার্স। দুর্ভাগ্য জেঁকে বসে কমলাদের। ৫৭ মিনিটে মারুফ মুন্নাকে দেখতে হয় লাল কার্ড। ১০ জনকে নিয়েই থাকতে হয় তাদের। সুযোগে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আকাশী-নীলরা। আক্রমণে যা ফেডারেশন কাপ জয়ীরা। ৬১ মিনিটে লি টাককে ফাউল করে ব্রাদার্স। ৬২ মিনিটে সেই লি টাকের অসাধারণ রংধনু শটে মানব দেয়ালের উপর দিয়ে বল জালে। সমতায় ফেরে শিরোপা প্রত্যাশী দলটি। এরপর আর গোল হয়নি।

সর্বশেষ খবর