রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

তাসকিনের পরীক্ষা ৮ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিবেদক

তাসকিনের পরীক্ষা ৮ সেপ্টেম্বর

টি-২০ বিশ্বকাপ চলাকালীন অবৈধ বোলিং অ্যাকশনের নিষিদ্ধ হন ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। নিষিদ্ধ হওয়ার ফলে দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। নিষিদ্ধ থাকার মধ্যেই দুই বোলার তাদের অ্যাকশন নিয়ে কাজ করেন। ফাঁকে প্রিমিয়ার ক্রিকেটও খেলেন। অ্যাকশন শোধরানোর কাজ শেষ করে তাসকিন এখন পুরোপুরি প্রস্তুত পরীক্ষা দিতে। পরীক্ষা দিতে তাসকিনকে পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে। এর আগে অবশ্য টি-২০ বিশ্বকাপ চলাকালীন ভারতের চেন্নাইয়ের স্যার রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলেন তাসকিন। পরীক্ষা দিতে ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যাচ্ছেন তাসকিন। পরীক্ষা দিবেন ৮ কিংবা ৯ সেপ্টেম্বর। তবে আরাফাত সানির পরীক্ষার সময় এখনো নিশ্চিত হয়নি।

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য এর আগে নিষিদ্ধ হয়েছিলেন আব্দুর রাজ্জাক, আল-আমিন, সোহাগ গাজী। তাদের সঙ্গে নাম লিখেন তাসকিন ও আরাফাত। আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে বিসিবি চাইছে তাসকিনের ক্লিয়ারেন্স। সেই টার্গেটেই পাঠানো হচ্ছে পরীক্ষা দিতে। তবে বিসিবি পরিচালক ও মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টিকে সেভাবে দেখছেন না, ‘৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যাবেন তাসকিন আহমেদ।

সর্বশেষ খবর