আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৭ রানের প্রত্যয়ী ইনিংস খেলেন বাঁ হাতি ওপেনার ইমরুল কায়েস। সাদা চোখে খুব বড় স্কোর না হলেও একেবারে ছোট নয়। এমন পারফরম্যান্সের পরও দ্বিতীয় ওয়ানডেতে খেলার সুযোগ পাননি ইমরুল। সিরিজটি নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও সাজঘরে বসে থাকতে হয়েছে বাঁ হাতি ওপেনারকে। ব্যর্থতার পরও টিম ম্যানেজমেন্ট আস্থা রাখেন আরেক বাঁ হাতি সৌম্য সরকারের উপর। তবে আজ শুরু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সৌম্যকে বোধহয় সাজঘরে বসে থাকতে হচ্ছে। একাদশে ফিরছেন ইমরুল কায়েস। তাকে না ফেরানোর কোনো কারণও নেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬ ছক্কায় সেঞ্চুরির ইনিংস খেলে নিজের জায়গা ফিরে পান তিনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের একাদশে একটি মাত্র পরিবর্তন আসছে। সৌম্য সরকারের জায়গায় খেলবেন ইমরুল। একাদশে তিন পেসার অধিনায়ক মাশরাফিসহ শফিউল ইসলাম সুহাস ও তাসকিন আহমেদ। স্পিনার সাকিব আল হাসানের সঙ্গে রয়েছেন মোশাররফ হোসেন।
সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান রুম্মন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, মোশাররফ হোসেন, শফিউল হোসেন সুহাস ও তাসকিন আহমেদ।