সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন

মেজবাহ্-উল-হক

ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন

চট্টগ্রাম টেস্টে তীরে এসে তরী ডুবায় মুশফিকরা। জেতা ম্যাচে ২২ রানের পরাজয় মেনে নেয় বাংলাদেশ। কিন্তু ঢাকায় সব হতাশা দূর করে ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে বাঁধভাঙা উৎসবে মেতে ওঠেন সাকিব-মেহেদীরা —রোহেত রাজীব

এগারো ক্রিকেটার স্ট্যাম্প ছয়টি! কে কার আগে হাতে তুলে নেবেন তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা! তবে সেলিব্রেশন হলো খানিক পরে। ড্রেসিংরুমের সামনে গিয়ে ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে করমর্দনের পর ক্যাপ্টেনের নেতৃত্বে যেন উসাইন বোল্টের গতি উইকেটের কাছে চলে যান ক্রিকেটাররা। গোল হয়ে কয়েক মিনিট ধরে উত্তাল নৃত্যের সঙ্গে চলে  কোরাস। টেস্টে সেরা জয় বলে কথা!

মুশফিকের মতে, ‘এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন।’ বাংলাদেশ এর আগে ৯৪টি টেস্ট খেলেছে। জয় ছিল মাত্র ৭টি। তবে বড় কোনো দলের বিরুদ্ধে জয় ছিল না। ৫টি জয় এসেছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে। দুই জয় এসেছিল খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ২০০৯ সালে।  টেস্টে টপ র?্যাঙ্কিংয়ের দলের বিরুদ্ধে এটিই প্রথম জয়। তবে দীর্ঘ ১৫ মাস পর টেস্ট  খেলতে এসে জয় পরাজয়টা বড় বিষয় ছিল না টাইগার ক্যাপ্টেনের কাছে। বাংলাদেশ যে দুই ম্যাচেই বুক চিতিয়ে লড়াই করেছে  সেটিই আসল।

মুশফিক বলেন, ‘শেষ দুটি ম্যাচ আমরা  যেভাবে খেলেছি তাতে ইংল্যান্ড শুধু না, যে কোনো দলের বিপক্ষেই জেতা সম্ভব হবে। এটা হচ্ছে প্রসেস। আপনি যে দলের বিপক্ষেই খেলবেন ধারাবাহিকভাবে তিন-চার-পাঁচটা দিন আপনাকে ভালো ক্রিকেট  খেলতে হবে। আমার মনে হয়, এটা শুরু হয়েছে টেস্টে। এটা খুব দরকার ছিল কারণ, ওয়ানডেতে বাংলাদেশ দল বিশ্বাস করে যে কোনো জায়গায় থেকে যে কোনো দলকে হারাতে পারবে। এখন আমি বিশ্বাস করি, টেস্টেও আমরা ধীরে ধীরে সে জায়গার দিকে যাচ্ছি। সেই বিশ্বাসটা আমাদের আছে আমরা আউটস্ট্যান্ডিং কাম ব্যাক করতে পারে যেকোনো ডিজঅ্যাস্টারের পরও। আশা করি, এখান  থেকে আমরা অনেক কিছু নিতে পারব।’

বাংলাদেশের এই স্মরণীয় জয়টা এসেছে স্পিনারদের হাত ধরে। তিন স্পিনার  মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম দারুণ বোলিং করেছেন। তবে এই টেস্টে ইংল্যান্ডের ২০ উইকেটের মধ্যে ১২টি নিয়েছেন মেহেদী। ৫ উইকেট সাকিবের দখলে। তাইজুল নিয়েছেন ৩টি। স্পিনারদের প্রশংসায় পঞ্চমুখ মুশফিক, ‘বিশ্বাস ছিল, ২০ উইকেট  নেওয়ার মতো বোলার আমাদের রয়েছে। যথেষ্ট রিসোর্স আছে যদি ভালো করতে পারি শুধু ইংল্যান্ড না যেকোনো দলের বিপক্ষে ২০ উইকেট নেওয়া সম্ভব। সেই পরিকল্পনা আমাদের ছিল। আমরা ভালোভাবে বাস্তবায়ন করেছি। এর কৃতিত্ব মিরাজ, সাকিব, তাইজুলের। এই জয়ে স্পিনারদেরই বেশি কৃতিত্ব পাওয়া উচিত। কারণ পিচ এমন ছিল না যে, বল করলেই উইকেট পাবে। এখানে অনেক সময় রানও খুব সহজে হয়েছে। এই টেস্টে ওভার প্রতি প্রায় সাড়ে চার করে রান হয়েছে। সেদিক  থেকে বলব, বোলারদের অনেক বড় কৃতিত্ব।’ অভিষেকের পর প্রথম দুই টেস্টে ১৯ উইকেট নিয়েছেন মেহেদী। একটি বিশ্বরেকর্ড হয়ে গেছে। টেস্ট ক্রিকেটের প্রথম অফস্পিনার হিসেবে প্রথম দুই টেস্টের তিন ইনিংসে ছয়টি করে উইকেট শিকার করেছেন। মেহেদী সম্পর্কে মুশফিকের ভাষ্য, ‘মিরাজের (মেহেদী হাসান) বিষয়টা আমরা অনেক আগে থেকেই জানতাম, ও  যে টাইপের খেলোয়াড়... আমরা এটা অনেক আগে থেকেই পরিকল্পনা করেছি যে আফগানিস্তানের বিরুদ্ধে না খেলিয়ে ওকে ইংল্যান্ডের সঙ্গে খেলাব। ওর সম্পর্কে ইংলিশরা যেন কোনো কিছুই না জানতে পারে। তবে এটা সত্যি কথা এতো ভালো করবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নাই। এর সম্পূর্ণ কৃতিত্ব ওর। ও যে টাইপের এবং মানসিকতার খেলোয়াড় আমার মনে হয় অবশ্যই ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ওর ব্যাটিংয়েও অনেক ক্যালিভার আছে। ব্যাটিংয়েও বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনে অনেক  রেকর্ড রেখে যাবে যেটা কি না ভাঙা অনেক কঠিন হবে।’ ঢাকা টেস্টে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে ব্যাটসম্যানদের। কিন্তু এমন উইকেটেও দারুণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ৪০ রানের আরেকটি ঝলমলে ইনিংস। তামিম প্রসঙ্গে মুশফিক বলেন, ‘এমন উইকেটে শুধু ২০ উইকেট নিলেই হবে না, রানও করতে হবে। সেদিক থেকে বলব তামিম অসাধারণ ছিল। সে চট্টগ্রামেও অসাধারণ ব্যাট করেছে। আমার মনে হয় ও যে ২০০ রান করেছে তার চেয়ে কঠিন ছিল এই সেঞ্চুরি। তামিম যে ভালো ফর্মে আছে যেটার পুরোটা ব্যবহার করেছে। এমন উইকেট যে কেউ একটা ভালো বলে আউট হতে পারে। সেদিক দিয়ে তামিম যে চারটা ইনিংসে ধারাবাহিকভাবে ভালো  খেলেছে এটা ভালো দিক।  আমাদের ব্যাটসম্যানদের জন্য শেখার একটা সিরিজ ছিল। কারণ এমন উইকেটে আমরা এর আগে কখনোই খেলিনি।’

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস : ২২০/১০, (৬৩.৫ ওভার),

২য় ইনিংস : ২৯৬/১০ (৬৬.৫ ওভার)

ইংল্যান্ড ১ম ইনিংস : ২৪৪/১০, (৮১.৩ ওভার),

২য় ইনিংস : ১৬৪/১০ (৪৫.৫ ওভার)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর