সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মহানায়ক যখন মেহেদী

ক্রীড়া প্রতিবেদক

মহানায়ক যখন মেহেদী

নিষ্পাপ চেহেরা। হাসিটা দারুণ মিষ্টি। কিন্তু হাতে তার বিষমাখা। ১৯ বছর বয়সী মেহেদী হাসান মিরাজের স্পিন বিষেই ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে ঐতিহাসিক এক বিজয় ছিনিয়ে আনল বাংলাদেশ। ১২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। দুই টেস্ট মিলে ১৯ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা। অফ স্পিনার হিসেবে একটি বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের এই বিস্ময় বোলার। টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে এর আগে কোনো অফ স্পিনার অভিষেকের পর প্রথম দুই ম্যাচের তিন ইনিংসে পাঁচটি বা তার বেশি উইকেট নিতে পারেননি।

সবচেয়ে কম বয়সে টেস্টে ১০ উইকেট নেওয়ার ছোট্ট তালিকাতেও মেহেদীর নাম উঠেছে। এক টেস্টে সবচেয়ে কম বয়সে ১০ উইকেট নেওয়ার তালিকায় তিনি আছেন পাঁচে। এ তালিকায় সবার ওপরে বাংলাদেশেরই এনামুল হক জুনিয়র। এই তালিকায় দুইয়ে আছেন ওয়াসিম আকরাম। তবে মেহেদীর সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশ জিতে যাওয়ায়। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার কেমন লাগছে তা তো আপনারাও বুঝতে পারছেন। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে বাংলাদেশ জিতে যাওয়ায়। আমি খুবই এক্সাইটেড। এক সময় তাদের খেলা টিভিতে দেখতাম। সেই মুশফিক ভাই, তামিম ভাই, সাকিব ভাইদের সঙ্গে খেলছি। আবার পারফর্ম করে সেরা হয়েছি।’ গতকাল ২৭৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে চা বিরতির আগেই ইংল্যান্ড বিনা উইকেটে ১০০ রান করার পরও মনে হচ্ছিল জয়টা এবারও সম্ভব নয়। কিন্তু বিরতির পর মিরাজ এসে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানেন। তারপর ৬৪ রানের মধ্যেই ইংল্যান্ড অলআউট। মেহেদী একাই নিয়েছেন ছয় উইকেট। স্পিনের রহস্যের কথা বলতে গিয়ে তিনি জানান, ‘আমি শুধু জায়গায় বল ফেলেছি। চেষ্টা করেছি যাতে ওরা রান নিতে না পারে। আর এতেই উইকেট পেয়ে যাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর