শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মধুর সমস্যায় সাকিব

মধুর সমস্যায় সাকিব

ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান

বিপিএল তো এক ধরনের বিনোদনই। ছক্কা-চার দেখার জন্যই মাঠে আসেন দর্শকরা। আজ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানসের। জয়ের লক্ষ্যেই নামবে উভয় দল। তবে দর্শকরা যেন খেলা দেখে মজা পায়। এমনটাই প্রত্যাশা সাকিবের। বিশ্বসেরা অলরাউন্ডারের কথোপকথন—

 

প্রশ্ন : নতুন টিম নতুন চ্যালেঞ্জ নিশ্চয়ই?

সাকিব : মজার হবে আশা করি। আশা করি বিপিএলটা ভালো হবে। ব্যক্তিগত দিক থেকে, দলের দিক থেকেও আমার কাছে মনে হয় আমাদের ভালো একটা দল আছে। তবে মাঠে কেমন পারফর্ম করি সেটা গুরুত্বপূর্ণ। শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে যদি ভালো করতে পারি। মোমেন্টামটা ধরে রাখতে পারি আশা করি ভালো হবে।

প্রশ্ন : প্রথম ম্যাচে প্রতিপক্ষ কুমিল্লাকে নিয়ে কি ভাবছেন?

সাকিব : এখনো প্রতিপক্ষ নিয়ে আসলে ওভাবে পরিকল্পনা করিনি। অবশ্যই একটা টিম প্লান থাকবে। কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি। বেশকিছু ভালো প্লেয়ার আছে আমরা যদি টিম হিসেবে খেলতে পারি ভালো রেজাল্ট করা সম্ভব।

প্রশ্ন : আপনার দলে অনেক তারকা বিদেশি ক্রিকেটার। একাদশ নির্বাচন কোনো মধুর সমস্যা?

সাকিব : একাদশ নির্বাচন করতে একটু সমস্যাই হয়ে যাবে। কোটা অনুয়ায়ী ৪ জন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। স্বাভাবিকভাবেই আমার টিমে ৬-৭ জন তারকা বিদেশি ক্রিকেটার আছে সবাইকে তো খেলাতে পারব না। এটা আমরা টিমের ম্যানেজমেন্ট অধিনায়ক কোচ সবাই মিলে সিদ্ধান্ত নেব। কোনটা দলের জন্য ভালো। যেহেতু সবাই প্রফেশনাল স্পোর্টংলি নেবে।

প্রশ্ন : বিভিন্ন দেশেই তো টি-২০ লিগ খেলেন বিপিএল কতটা উপভোগ করেন?

সাকিব : দেশের মাটিতে খেলা স্পেশাল ফিলিংশ। এটা উপভোগ না করার কোনো কারণ নেই। আমি খুবই উপভোগ করি। আর প্রতি বছরই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। সেটাতে আমার অনেক অভিজ্ঞতা হয় জাতীয় দলে ভালো করার জন্য।

প্রশ্ন : এবার বিপিএলে আপনার লক্ষ্য কি?

সাকিব : লক্ষ্য তো সবাই চায় চ্যাম্পিয়ন হতে। আমরা যেন বাই ডে ইমপ্রুভ করতে পারি। টিম হিসেবে ভালো পারফম করতে পারি। দশকরা  যেন খেলা দেখে মজা পায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর