শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বোলারদের নিয়ন্ত্রণে পার্থ টেস্ট

ক্রীড়া ডেস্ক

পার্থ টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার মুখে যে হাসি ছিল তা এখন দক্ষিণ আফ্রিকার মুখে। প্রোটিয়াসদের ২৪২ রানের জবাবে অসিরা প্রথমদিনে কোনো উইকেট না হারিয়েই করেছিল ১০৫ রান। কিন্তু অতিরিক্ত সুখটা সহ্য হয়নি অসিদের। পার্থ টেস্টের দ্বিতীয়দিনে অস্ট্রেলিয়ার ১০ উইকেট শিকার করতে প্রোটিয়া বোলারদের মাত্র অতিরিক্ত ১৩৯ রান খরচ করতে হয়েছে। অস্ট্রেলিয়ার ২৪৪ রানের পর দক্ষিণ আফ্রিকা এগিয়ে যাচ্ছে ভালোই। দুই উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৪ রান। তবে এরই মধ্যে বলে দেওয়া যায়, বোলারদের নিয়ন্ত্রণে থাকা পার্থ টেস্ট অন্তত ড্র হবে না। জয়-পরাজয় হবেই। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ১০২ রানে এগিয়ে গেছে। দেখা যাক, অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্যটা কত বড় করে তুলতে পারে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ধস নামিয়েছিলেন স্টার্ক (৪ উইকেট), হ্যাজলউড (৩ উইকেট) ও লিওন (২ উইকেট)। এ ছাড়াও একটি উইকেট শিকার করেছিলেন সিডল। অন্যদিকে অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামান ফিল্যান্ডার (৪ উইকেট), মহারাজ (৩ উইকেট), রাবাদা (২ উইকেট) ও স্টেইন (১ উইকেট)। এবার অস্ট্রেলিয়ান বোলাররাও প্রথম ইনিংসের মতো কিছু করে দেখাতে পারেন কি না কে জানে। বোলারদের দাপটে এ টেস্টে এখনো কেউই সেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৯৭ রান করেছেন অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

সর্বশেষ খবর